মঙ্গলবার | ২৭ জানুয়ারি | ২০২৬
spot_img

ফিলিস্তিনিদের জন্য মুসলিম বিশ্বকে এক হওয়ার আহ্বান তুরস্কের

ফিলিস্তিনিদের জন্মভূমি রক্ষায় মুসলিম বিশ্বকে এক হওয়ার আহ্বান জানিয়েছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান।

তিনি বলেন, ইতিহাস আমাদের কাজের মাধ্যমে বিচার করবে। তাই মুসলিম দেশগুলোকে ঐক্যবদ্ধ হয়ে ফিলিস্তিনিদের আরও বেশি সহায়তা করা প্রয়োজন। ফিলিস্তিনিদের মুক্তির জন্য মুসলিম বিশ্বের সমন্বিত প্রচেষ্টা জরুরি।

শুক্রবার (৭ মার্চ) সৌদি আরবে অনুষ্ঠিত অর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশন (OIC)-এর জরুরি বৈঠকে তিনি এ কথা বলেন।

হাকান ফিদান বলেন, যারা ফিলিস্তিনিদের উচ্ছেদ এবং গাজ্জা দখল করতে চায়, তাদের মনে রাখা উচিত- এই সংকটের মূল কারণ হলো ইসরাইলের অবৈধ দখলদারিত্ব। ফিলিস্তিনিদেরকে জোরপূর্বক বিতারিত করে ভূমি দখলের পরিকল্পনা সম্পূর্ণ অগ্রহণযোগ্য।

তিনি বলেন, পশ্চিম তীর দখলের যে চক্রান্ত চলছে, তা রুখে দেওয়া দরকার। একই সঙ্গে আল-হারাম আল-শরিফের ঐতিহাসিক ও রাজনৈতিক অবস্থান পরিবর্তনের যে কোনো প্রচেষ্টাও প্রতিহত করতে হবে।

তিনি জোর দিয়ে বলেন, ফিলিস্তিনের ফিলিস্তিনি ও মুসলিম পরিচয় রক্ষা করা ছাড়া অন্য কোনো বিকল্প নেই। আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত এক হয়ে কাজ করা এবং নিশ্চিত করা যে, গাজ্জা ফিলিস্তিনেরই ভূমি, এবং তা ফিলিস্তিনেরই থাকবে।

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী জানান, তুরস্ক মিসরের কায়রোতে গৃহীত ফিলিস্তিনি পরিকল্পনাকে সমর্থন করছে, যা ফিলিস্তিনের সার্বভৌমত্ব রক্ষায় সহায়ক হবে।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ