তারাবী শেষে ফেরার পথে উগ্র হিন্দুত্ববাদীদের হামলা, শারিরীক ও ধর্মীয় হেনস্তার শিকার হওয়া এক মুসল্লীকে গ্রেফতার করেছে ভারতের উগ্র হিন্দুত্ববাদী পুলিশ প্রশাসন।
শনিবার (৮ মার্চ) মুসলিম মিররের খবরে একথা জানানো হয়।
খবরে বলা হয়, গুজরাটের আহমেদাবাদে তারাবী শেষে মুসল্লীদের উপর উগ্র হিন্দুত্ববাদীদের ৩ মার্চের হামলা প্রসঙ্গে মিডিয়ায় মুখ খোলার অপরাধে ভুক্তভোগী সাইয়েদ মেহেদি হুসাইনকে গ্রেফতার করেছে আহমেদাবাদ পুলিশ।
গ্রেফতার প্রসঙ্গে আহমেদাবাদ পুলিশ দাবী করে, মিডিয়াকে দেওয়া মেহেদি হুসাইনের বক্তব্য সাম্প্রদায়িক বিভেদ উস্কে দিয়েছে। গাড়ি পার্ক সংক্রান্ত গত ৩ মার্চের হামলার ঘটনাকে তিনি মিডিয়ায় সাম্প্রদায়িক হামলা বলে উল্লেখ করেছেন। প্রকৃতপক্ষে আমান সাজা, আজ্জু কানিয়া, অমিত চুনারা এবং সুনীল চুনারা নামের ৪ ব্যক্তির মাঝে গাড়ি পার্ক নিয়ে ঝামেলা বেধেছিল। এনিয়ে ভাটভা থানায় মামলাও দায়ের হয়, যার প্রেক্ষিতে সন্দেহভাজন হামলাকারীদের ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে।
তবে গ্রেফতারের পূর্বে মিডিয়াকে দেওয়া সাক্ষাতকারে সাইয়েদ মেহেদি হুসাইন জানিয়েছিলেন, গত ৩ মার্চ তারাবী শেষে তিনি সহ বাকি মুসল্লীরা ফিরছিলেন তাদের উপর হামলা চালায় উগ্র হিন্দুত্ববাদী দুর্বৃত্তরা। তাদের দিকে পাথরও নিক্ষেপ করার পাশাপাশি জয় শ্রী রাম স্লোগান দিতে বাধ্য করা হয়।