পদত্যাগ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বিশেষ সহকারী অধ্যাপক ড. এম আমিনুল ইসলাম। তিনি শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করছিলেন।
সোমবার (১০ মার্চ) সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের করিডোরে সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন ড. এম আমিনুল ইসলাম। তবে কী কারণে পদত্যাগ করেছেন এখনও জানা যায়নি।