বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারী জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম বলেছেন, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির একটি স্বতন্ত্র শিক্ষাপ্রতিষ্ঠান। অতিমাত্রার রাজনীতি ছাত্রশিবির পছন্দ করে না। ছাত্রশিবির ছাত্ররাজনীতির পাশাপাশি শিক্ষার্থীদের নৈতিকতার শিক্ষা দেয়। আমরা নিজ তাড়না থেকেই গণইফতার বা অন্যান্য দাওয়াতি কাজ করে থাকি। দুনিয়ার কোনো যশ খ্যাতির জন্য নয়।
মঙ্গলবার (১১ মার্চ) ছাত্রশিবির চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার দাওয়াহ্ সংগঠন “মিনার”- আয়োজিত গণ ইফতার মাহফিলে প্রধান অতিথি বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ছাত্রশিবিরের সেক্রেটারী জেনারেল বলেন, মাহে রমাদানে আমাদেরকে ঈমান ও ইহতিসাবের সাথে রোজা পালন করতে হবে। যে ব্যক্তি রোজা রাখলো কিন্তু অশ্লীলতা, বেহায়াপনা ছাড়তে পারলো না, চোখের যিনা থেকে নিজেকে হেফাজত করতে পারলো না, তার রোজা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না।
ছাত্রশিবির চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অফিস সম্পাদক হাবিবউল্লাহ খালেদের সঞ্চালনায় দারসুল কুরআন পেশ করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পরিক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. এনায়েতউল্লাহ্ পাটোয়ারী। মোনাজাত পরিচালনা করেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সভাপতি মুহাম্মদ ইব্রাহীম।
উল্লেখ্য, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের জন্য ১০ম রমজানের আজকের ইফতারে ছাত্রীদের ইফতার আয়োজন ছিলো প্রীতিলতা হলে। এতে প্রায় ৭০০-৮০০ ছাত্রী অংশ গ্রহণ করে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গনে প্রায় ৩৫০০ শিক্ষার্থীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে সম্পন্ন হয় আজকের গণ ইফতার।
১ম রমজান থেকে শুরু হওয়া এ আয়োজনে প্রতিদিন বিশ্ববিদ্যালয়ের প্রায় ২২০০-২৫০০ শিক্ষার্থী অংশগ্রহণ করছেন। ছেলেদের জন্য কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গন এবং মেয়েদের জন্য ছাত্রী হল সমূহে এই আয়োজন চলছে। প্রতিদিন প্রায় ১৮০০-২০০০ ছেলে এবং ৫০০-৭০০ জন ছাত্রীর উপস্থিতিতে ক্যাম্পাসের এই ইফতার আয়োজন সাড়া ফেলেছে গোটা ক্যাম্পাস জুড়ে। গণ ইফতার ক্যাম্পাসে জুড়েই সৃষ্টি করছে উৎসবের আমেজ। স্বতঃস্ফূর্তভাবে এ আয়োজনে অংশগ্রহণ করছেন। ২০ রমজান পর্যন্ত চলবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের এই গণ ইফতার আয়োজন।