বুধবার, মার্চ ১২, ২০২৫

গাজ্জায় নতুন করে যুদ্ধ শুরু করার হুমকি অনর্থক : হামাস

ফিলিস্তিনের গাজ্জা উপত্যকায় নতুন করে যুদ্ধ শুরু করার হুমকিকে অনর্থক বলে আখ্যায়িত করেছে ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস।

হামাস বলেছে, ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইল যদি গাজ্জয় আটক জিম্মিদের জীবন বাঁচাতে চায় তাহলে যুদ্ধবিরতির আলোচনা হচ্ছে একমাত্র উপায়।

সোমবার (১০ মার্চ) এক বিবৃতিতে হামাস এ কথা জানায়।

বিবৃতিতে হামাস বলেছে, ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সম্পূর্ণ ব্যক্তিগত ও রাজনৈতিক কারণে যুদ্ধবিরতি চুক্তির বাস্তবায়ন বাধাগ্রস্ত করার চেষ্টা করছেন। তার কাছে পণবন্দিদের মুক্তি কিংবা তাদের পরিবারবর্গের আবেগ খুব কমই গুরুত্ব পাচ্ছে।

গাজ্জা যুদ্ধবিরতি মেনে চলার ব্যাপারে নিজের প্রতিশ্রুতিতে অটল থাকার কথা পুনর্ব্যক্ত করে হামাস বলেছে, সংগঠনটি অবিলম্বে যুদ্ধবিরতির দ্বিতীয় পর্যায় নিয়ে আলোচনা শুরু করতে চায়। কিন্তু তেলআবিব পরবর্তী পর্যায়ের বাস্তবায়নে বাধা সৃষ্টি করছে।

এর আগে হামাসের মুখপাত্র আব্দুল লতিফ আল-কানু বলেছেন, যুদ্ধবিরতি নিয়ে কাতার ও মিশরের মধ্যস্থতাকারীদের পাশাপাশি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতিনিধির সঙ্গে দোহা বৈঠকে ছাড় দেয়ার মানসিকতা দেখিয়েছে হামাস। এখন মধ্যস্থতাকারীদের মাধ্যমে ইসরাইলের পক্ষ থেকে কী জবাব আসে তার অপেক্ষায় রয়েছে প্রতিরোধ আন্দোলন।

তিনি বলেন, দোহা বৈঠকে যুদ্ধের সমাপ্তি, গাজা থেকে সকল ইসরাইলি সেনা প্রত্যাহার এবং এই উপত্যকার পুনর্গঠনর ওপর জোর দেয়া হচ্ছে।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img