বুধবার, মার্চ ১২, ২০২৫

জামায়াতের আমীরের সাথে ব্রিটিশ রাষ্ট্রদূতের বৈঠক

বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার মিসেস সারাহ কুক জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। এসময় তারা বাংলাদেশে চলমান রাজনৈতিক পরিস্থিতি ও বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে মতবিনিময় করেন।

মঙ্গলবার (১১ মার্চ) বেলা ১১টায় রাজধানীর জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

বৈঠকে তারা অত্যন্ত আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে একে অপরের কুশল বিনিময় করেন। তারা বাংলাদেশের সার্বিক রাজনৈতিক পরিস্থিতি, গণতন্ত্রের ভবিষ্যৎ, আসন্ন নির্বাচন, মানবাধিকার পরিস্থিতি, সংখ্যালঘুদের অবস্থা এবং রোহিঙ্গা সংকট নিয়ে আলোচনা করেন। পাশাপাশি, বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় করার বিষয়েও আলোচনা হয়।

বৈঠকে ব্রিটিশ হাইকমিশনার মিসেস সারাহ কুকের সঙ্গে উপস্থিত ছিলেন ব্রিটিশ হাইকমিশনের পলিটিক্যাল কাউন্সিলর মি. টিমোথি ডকেট।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img