মঙ্গলবার | ১৬ সেপ্টেম্বর | ২০২৫

ঐতিহাসিক বদর দিবস উপলক্ষে ছাত্রশিবিরের সেমিনার অনুষ্ঠিত

ঐতিহাসিক বদর দিবস উপলক্ষে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ঢাকা মহানগর দক্ষিণের উদ্যোগে বিশেষ সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সেমিনারটি পবিত্র কুরআন তেলাওয়াত ও ইসলামী সংগীতের মাধ্যমে শুরু হয়।

মহানগর সভাপতি হেলাল উদ্দিনের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি ছিলেন ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম।

তিনি বলেন, “বদরের যুদ্ধ কেবল একটি সামরিক বিজয় ছিল না, বরং এটি ছিল ঈমান, ত্যাগ ও আল্লাহর ওপর পূর্ণ আস্থার এক অনন্য পরীক্ষা। মাত্র ৩১৩ জন সাহাবির বিপরীতে হাজারো অস্ত্রসজ্জিত কুরাইশ বাহিনীর বিরুদ্ধে সংঘটিত এই যুদ্ধে ঈমানের শক্তি ও আত্মত্যাগের মাধ্যেমে বিজয় অর্জিত হয়েছিল। বর্তমান সময়েও আমাদের সেই চেতনা থেকে শিক্ষা নিতে হবে।”

বিশেষ আলোচক হিসেবে ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি জনাব মঞ্জুরুল ইসলাম বলেন, “বদর ছিল ইসলামের প্রথম ও অন্যতম গুরুত্বপূর্ণ যুদ্ধ, যা ইসলামের ইতিহাসে এক অবিস্মরণীয় অধ্যায়। এই যুদ্ধ আমাদের শেখায় কীভাবে ঈমান, একতা ও আল্লাহর ওপর নির্ভরশীলতা যেকোনো কঠিন পরিস্থিতি মোকাবিলায় শক্তি দিতে পারে।”

এতে আরও উপস্থিত ছিলেন, ইসলামী চিন্তাবিদ ড. আব্দুল মান্নান, ছাত্রশিবির মহানগর সেক্রেটারি দেলোয়ার হোসেন প্রমুখ।

spot_img
spot_img

এই বিভাগের

spot_img