চার দিনের সরকারি সফরে চীনের উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। তিনি চীনের রাষ্ট্রীয় আমন্ত্রণে বিভিন্ন উচ্চপর্যায়ের বৈঠক ও আন্তর্জাতিক সম্মেলনে অংশ নিতে যাচ্ছেন।
বুধবার (২৬ মার্চ) দুপুর ১টার দিকে চায়না সাউদার্ন এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইটে তিনি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রওনা হন।
২৬ থেকে ২৯ মার্চ পর্যন্ত প্রধান উপদেষ্টা চীন সফর করবেন। সফরের প্রথম দিনেই তিনি চীনের হাইনান প্রদেশে পৌঁছাবেন এবং ২৭ মার্চ বোয়াও ফোরাম ফর এশিয়ার (বিএফএ) উদ্বোধনী অধিবেশনে বক্তব্য রাখবেন। ওই ফোরামে তিনি আন্তর্জাতিক অর্থনীতি, প্রযুক্তি এবং আঞ্চলিক সহযোগিতা নিয়ে আলোচনা করবেন।
এছাড়া, সফরের দ্বিতীয় দিন ২৮ মার্চ বেইজিংয়ে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে ‘গ্রেট হল অব দ্য পিপল’-এ বৈঠকে বসবেন অধ্যাপক ইউনূস। সেদিন তিনি হুয়াওয়ের উচ্চপ্রযুক্তি এন্টারপ্রাইজ পরিদর্শন করবেন এবং চীনা প্রযুক্তি ও বিনিয়োগ নিয়ে আলোচনা করবেন।
২৯ মার্চ পিকিং বিশ্ববিদ্যালয়ে তাকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান করা হবে, যেখানে তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বক্তব্য রাখবেন।
প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হয়, তার এ সফরে দুই দেশের মধ্যে অর্থনৈতিক ও প্রযুক্তিগত সহযোগিতা বাড়ানোর বিষয়ে নানা গুরুত্বপূর্ণ আলোচনার সম্ভাবনা রয়েছে।
এই সফরে দুই দেশের মধ্যে ছয় থেকে আটটি সমঝোতা স্মারক সই হতে পারে। একইসাথে, চীন বাংলাদেশকে এক থেকে দুই বিলিয়ন ডলার ঋণ সহায়তার ঘোষণা দিতে পারে, যা মূলত কয়েকটি অবকাঠামো প্রকল্প, বিশেষ করে মোংলা বন্দরের আধুনিকায়নের জন্য ব্যবহার হবে।
এ সফরের মাধ্যমে বাংলাদেশ-চীন দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার হবে বলে আশা প্রকাশ করেছে প্রধান উপদেষ্টার দপ্তর।