অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মাদ ইউনূসকে পাকিস্তান সফরের আমন্ত্রণ জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ।
আজ সোমবার (৩১ মার্চ) ড. ইউনূসের সঙ্গে ফোনালাপে তিনি এ আমন্ত্রণ জানান। এ সময় ঈদের শুভেচ্ছাও জানান শাহবাজ শরীফ।
এক্সে (সাবেক টুইটার) এক পোস্টে শেহবাজ লিখেছেন, বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মাদ ইউনূসের সঙ্গে টেলিফোনে দারুণ আলাপ হয়েছে।
তিনি জানান, তারা ঈদের শুভেচ্ছা বিনিময় করেছেন এবং পাকিস্তান-বাংলাদেশ সম্পর্ক আরও জোরদারে যৌথ প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন।
ড. ইউনূসকে সুবিধামতো সময়ে পাকিস্তান সফরের আমন্ত্রণ জানান শাহবাজ।
তিনি বলেন, পাকিস্তান-বাংলাদেশ সম্পর্কের ভবিষ্যৎ উজ্জ্বল, ইনশাআল্লাহ।