ইমারাতে ইসলামিয়া আফগানিস্তান সরকারের মুখপাত্র মাওলানা জাবিহুল্লাহ মুজাহিদ বলেছেন, আমাদের দেশে কোনও বিদেশী সৈন্যের প্রয়োজন নেই এবং ইমারাতে ইসলামিয়া কখনও এটার অনুমতি দেবে না।
সম্প্রতি আফগানিস্তানের একটি সংবাদ সংস্থার বরাত দিয়ে বুলগেরিয়ান মিলিটারি ডটকম দাবি করেছে, বাগরাম বিমানঘাঁটি আমেরিকার কাছে হস্তান্তর করেছে আফগান সরকার এবং ইতিমধ্যে যুদ্ধ সরঞ্জাম নিয়ে মার্কিন বাহিনী সেই ঘাঁটির নিয়ন্ত্রণ নিয়েছে।
এরপরই আনুষ্ঠানিক বিবৃতি দেয় আফগানিস্তান। এতে বাগরাম বিমানঘাঁটি আমেরিকার কাছে হস্তান্তরের খবরকে অপপ্রচার হিসেবে বর্ণনা করা হয়েছে।
মাওলানা জাবিহুল্লাহ মুজাহিদ বলেন, বাগরাম বিমানঘাঁটির ওপর আমাদের পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে। আমরা কিছুতেই এটা আমেরিকার কাছে হস্তান্তর করব না।
আফগানিস্তানে কোনও বিদেশি সৈন্যের প্রয়োজন নেই উল্লেখ করে মাওলানা জাবিহুল্লাহ মুজাহিদ আরও বলেন, ইমারাতে ইসলামিয়া কখনও এমন কর্মকাণ্ডের অনুমতি দেবে না।
সূত্র: এক্সপ্রেস নিউজ