রবিবার, মে ১১, ২০২৫

মিয়ানমারে আবারও ভূমিকম্প

spot_imgspot_img

কয়েক দিন আগের ভয়াবহ ভূমিকম্পের আঘাত সামলে উঠার আগেই ফের ৪ দশমিক ১ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠলো মিয়ানমার।

শুক্রবার (১১ এপ্রিল) সকালে আঘাত হানা এই ভূমিকম্প।

দেশটির জাতীয় ভূকম্পন কেন্দ্র (এনসিএস) এক বিবৃতিতে জানিয়েছে, ভূমিকম্পটি ১০ কিলোমিটার গভীরে আঘাত হানে। যার ফলে আফটারশকের আশঙ্কা দেখা দেয়।

এর আগে, গত ২৮ মার্চ ৭ দশমিক ৭ মাত্রার মহাশক্তিশালী ভূমিকম্পে কেঁপে ওঠে মিয়ানমার। এরপর আরেকটি বড় ভূমিকম্প আঘাত হানে দেশটিতে। দেশটিতে এক শতাব্দির বেশি সময়ের মধ্যে আঘাত হানা সবচেয়ে শক্তিশালী ভূমিকম্পে শত শত বছরের প্রাচীন গির্জা ও আধুনিক ভবনও ধসে যায়।

শক্তিশালী এই ভূমিকম্পে ৩৬০০০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছেন। আহত হয়েছেন ৫ হাজারেরও বেশি। এছাড়া ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ভবনের নিচে এখনও শতাধিক মানুষ নিখোঁজ রয়েছেন।

সর্বশেষ

spot_img
spot_img
spot_img