রবিবার, এপ্রিল ২৭, ২০২৫

বাণিজ্যিক ও অর্থনৈতিক সহযোগিতা বাড়াতে আফগান-রাশিয়ার বৈঠক

কাবুলে রাশিয়ার রাষ্ট্রদূত দিমিত্রি জিরনাভের সঙ্গে বৈঠক করেছেন ইমারাতে ইসলামীয়া আফগানিস্তানের গণপূর্তমন্ত্রী মাওলানা মুহাম্মাদ ঈসা আখুন্দ। বৈঠকে কাবুল ও মস্কোর মধ্যে অর্থনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতা সম্প্রসারণ নিয়ে আলোচনা হয়েছে।

সোমবার (১৪ এপ্রিল) বৈঠকটি অনুষ্ঠিত হয়।

গণপূর্ত মন্ত্রণালয়ের মুখপাত্র মুহাম্মাদ আশরাফ হকশেনাস বলেন, এই বৈঠকে, উভয় পক্ষ সালাং সুড়ঙ্গের মেরামত ও পুনর্গঠন, রেললাইন আধুনিকীকরণ ও রাশিয়া থেকে প্রয়োজনীয় সরঞ্জাম ও রেলপথের জন্য সরঞ্জাম সংগ্রহের পদ্ধতি নিয়ে বিস্তৃত আলোচনা হয়েছে।

বৈঠকে আফগানিস্তানের বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার জন্য রাশিয়াকে ধন্যবাদ জানান গণপূর্তমন্ত্রী মাওলানা ঈসা। একই সঙ্গে দীর্ঘদিনের আফগান-রাশিয়া বাণিজ্যের কথাও তিনি তুলে ধরেন।

এদিকে আফগানিস্তানের এই সকল সেক্টরে সহযোগিতা করতে প্রস্তুত মস্কো বলে জানিয়েছেন রাশিয়ার রাষ্ট্রদূত দিমিত্রি জিরনাভ।

প্রসঙ্গত, আফগানিস্তানের অবকাঠামো—বিশেষ করে মহাসড়ক ও রেলপথ উন্নয়নের ক্ষেত্রে রাশিয়ার ভূমিকাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনা করা হয়।

বিশ্লেষকরা বলছেন, যদি আফগানিস্তানের রেল অবকাঠামোতে বৈদেশিক বিনিয়োগ হয়, তাহলে আফগানিস্তান তার বর্তমান ভূ-রাজনৈতিক অবস্থানের কারণে মধ্য ও দক্ষিণ এশিয়ার মধ্যে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

উল্লেখ্য, গণপূর্ত মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত সপ্তাহে হেয়রতান, খাফ-হেরাত, তোরঘুন্ডি ও আকিনা রেলপথের মাধ্যমে ৭৬ হাজার মেট্রিক টনেরও বেশি রপ্তানি, আমদানি ও ট্রানজিট পণ্য পরিবহন করা হয়েছে।

সূত্র: এভিএ

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img