বাংলাদেশ জামায়াত ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, ভোট নিয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের বেঁধে দেওয়া সময়সীমাই গ্রহণযোগ্য।
বৃহস্পতিবার (১৭ এপ্রিল) রাজধানীর গুলশানে হোটেল ওয়েস্টিনে ইউরোপীয় ইউনিয়ন সফর নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
শফিকুর রহমান বলেন, অনেক কষ্টে যে পরিবেশ এসেছে, তাতে কয়েকটি জিনিস গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। এর প্রধান হচ্ছে দৃশ্যমান গ্রহণযোগ্য মৌলিক সংস্কার। নইলে সুষ্ঠু নির্বাচন হবে না। আমরা সেই নির্বাচন চাই না। এসময় জুলাইয়ে হত্যার বিচার নিশ্চিত করারও দাবি জানান তিনি।
তিনি বলেন, সংস্কারের প্রধান অংশীজন রাজনৈতিক দলগুলো। রাজনৈতিক দলগুলো এতে সহায়তা না করলে, কাঙ্ক্ষিত নির্বাচন না হলে, এই দায় দলগুলোকেই নিতে হবে।
তিনি আরও বলেন, রাজনৈতিক দলগুলোকে সম্মানের পরিবেশ তৈরি করতে হবে। জিতে গেলে সুষ্ঠু, হেরে গেলে দুষ্টু- এই মানসিকতা পরিহার করতে হবে৷ প্রধান উপদেষ্টা যে সময়ের কথা বলেছেন, সেই সময় গ্রহণযোগ্য। তা যেন পেরিয়ে না যায় সেই বিষয়ে আমরা সতর্ক থাকব।