শনিবার, এপ্রিল ১৯, ২০২৫

মুফতী ফয়জুল করীমকে বরিশালের মেয়র ঘোষণার দাবিতে গণমিছিল

ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমীর মুফতী ফয়জুল করীমকে বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) মেয়র ঘোষণার দাবিতে গণমিছিল করেছে ছাত্র-জনতা।

শনিবার (১৯ এপ্রিল) সকালে বরিশাল নগরীর অশ্বিনী কুমার হলের সামনে থেকে সমাবেশ ও গণমিছিল অনুষ্ঠিত হয়।

মিছিল শেষে বক্তারা বলেন, ২০২৩ সালের জুনে বিসিসি নির্বাচনে হাতপাখা প্রতীকে ইসলামী আন্দোলনের নায়েবে আমীর মুফতী ফয়জুল করীম প্রতিদ্বন্দ্বিতা করেন। কিন্তু আওয়ামী লীগের সন্ত্রাসী বাহিনী হাতপাখা প্রতীকের প্রার্থীর ওপর ন্যক্কারজনক হামলা চালায়। ওই নির্বাচনে দলীয়করণ করে নৌকার পক্ষে কাজ করে নির্বাচন কমিশন। এ অবস্থায় ২০২৩ সালের নির্বাচনের ফলাফল বাতিল করে হাতপাখা প্রতীকের প্রার্থী ফয়জুল করীমকে মেয়র ঘোষণার দাবি জানান তারা।

সমাবেশ আরও বক্তব্য রাখেন, রেজাউল করিম, আমান হোসেন রিয়াদ, এফ এম সালাউদ্দিন, বরিশাল বিশ্ববিদ্যালয়ের ছাত্র ইব্রাহীম, মেহেদী, হান্নান উদ্দীন শাকিল, হাতেম আলী কলেজের ছাত্র হাসিবুল হাসান শান্ত, হাবিবুল্লাহ রনি, পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্র জহিরুল ইসলাম জিহাদ প্রমুখ।

এর আগে, বৃহস্পতিবার ২০২৩ সালের বিসিসি নির্বাচনের ফলাফল বাতিল করে দ্বিতীয় স্থানে থাকা ফয়জুল করীম মেয়র হতে আদালতে মামলা করেন। বৃহস্পতিবার দুপুরে তিনি সদর জ্যেষ্ঠ সহকারী জজ আদালতে এ আবেদন করেন। মুফতী ফয়জুল করীমের পক্ষে আবেদনটি আদালতে দাখিল করেন তার আইনজীবী শেখ আবদুল্লাহ নাসির।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img