বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, বিচারের মধ্য দিয়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। কারণ বাংলাদেশে এদের রাজনীতি করার কোনো সুযোগ নেই। এরা হঠাৎ হঠাৎ ঝটিকা মিছিল করে। হঠাৎ করে এসে যদি এভাবে আবার ফ্যাসিবাদ কায়েম করে, তাহলে জনগণের দুর্ভোগ আছে।
শুক্রবার (১৮ এপ্রিল) বিকালে লক্ষ্মীপুর সদর উপজেলায় আয়োজিত বিএনপির প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিএনপির যুগ্ম মহাসচিব বলেন, জনগণের ক্ষতি করার জন্য এরা আবার ওঁৎ পেতে আছে। তাদের ভুল হয়েছে সে কথা আজ পর্যন্ত তারা জনগণের সামনে এসে বলেনি। বরং হুংকার দিচ্ছে, ঝটিকা মিছিল করে দেখিয়ে দেবে।
বাঙ্গাখাঁ ইউনিয়ন বিএনপি সভাপতি আবুল কালাম হাওলাদারের সভাপতিত্বে ও সম্পাদক ছৈয়দের রহমান রায়হানের সঞ্চালনায় এতে আরও উপস্থিত ছিলেন, সদর উপজেলা (পূর্ব) বিএনপির যুগ্ম আহবায়ক মাঈন উদ্দিন চৌধুরী রিয়াজ, যুগ্ম আহবায়ক শাহ মো. এমরান, সদর (পূর্ব) উপজেলা যুবদলের আহবায়ক জাহাঙ্গীর আলম প্রমুখ।