ইমারাতে ইসলামিয়া আফগানিস্তান ও চীনের মধ্যে সম্পর্ক যেন ধীরে ধীরে পরিণত হচ্ছে এক অর্থনৈতিক বন্ধুত্বে। আফগানিস্তানের খনি ও প্রাকৃতিক সম্পদ খাতে এই মুহূর্তে সবচেয়ে বড় বিনিয়োগকারী দেশ হিসেবে উঠে এসেছে চীনের নাম। শুধু তাই নয়, দুই দেশের মধ্যকার কূটনৈতিক সম্পর্কও এখন ইতিহাসের সবচেয়ে ঘনিষ্ঠ পর্যায়ে পৌঁছেছে বলে জানিয়েছেন চীনে নিযুক্ত আফগান রাষ্ট্রদূত মাওলানা আসাদুল্লাহ বিলাল কারিমি।
রবিবার (২০ এপ্রিল) কাবুলে আফগানিস্তানের ডেপুটি প্রধানমন্ত্রী মাওলানা আব্দুস সালাম হানাফীর সঙ্গে এক গুরুত্বপূর্ণ বৈঠকে মিলিত হন রাষ্ট্রদূত কারিমি। সেখানে তিনি চীনে আফগান দূতাবাসের সাম্প্রতিক কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন তিনি।
কারিমি জানান, চীন ও আফগানিস্তানের মধ্যে দ্বিপাক্ষিক বিনিময় আরও গভীর ও শক্তিশালী করতে দৃঢ়ভাবে কাজ করছে বেইজিংস্থ আফগান দূতাবাস। বিশেষত খনি, বিদ্যুৎ ও প্রযুক্তি খাতে চীনা কোম্পানি ও উদ্যোক্তাদের আগ্রহ দিন দিন বাড়ছে বলেও উল্লেখ করেন তিনি।
রাষ্ট্রদূত জানান, চীনে বসবাসরত আফগান নাগরিক, বিশেষ করে ব্যবসায়ীদের জন্য কনস্যুলার পরিষেবা আরও আধুনিক ও সহজলভ্য করার কাজ চলছে।
বিশ্লেষকদের মতে, আফগানিস্তানের বিশাল খনিজ সম্পদ, বিশেষত তামা, লিথিয়াম ও কয়লা চীনের ভবিষ্যৎ শিল্প ও প্রযুক্তি লক্ষ্য অর্জনে একটি বড় উৎস হতে পারে। সেই কারণেই কাবুল এখন বেইজিং-এর দিকেই চেয়ে আছে অর্থনৈতিক পুনর্গঠনের আশায়।
সূত্র: আরটিএ