মঙ্গলবার, এপ্রিল ২২, ২০২৫

স্বাধীনতা ও ইসলাম একই সূত্রে গাঁথা: মাওলানা মামুনুল হক

এদেশের স্বাধীনতা ও ইসলাম একই সূত্রে গাঁথা বলে মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর মাওলানা মামুনুল হক।

রবিবার (২০ এপ্রিল) রাঙ্গামাটি দারুল উলুম মাদরাসা মিলনায়তনে বাংলাদেশ খেলাফত মজলিস রাঙ্গামাটি জেলা আয়োজিত কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

মাওলানা মামুনুল হক বলেন, পার্বত্য অঞ্চল নিয়ে নানামুখী ষড়যন্ত্র হচ্ছে। ১৯৯৭ সালে শেখ হাসিনা তথাকথিত শান্তি চুক্তির মাধ্যমে পার্বত্য অঞ্চলের বাঙালী অবাঙ্গালীদের মধ্যে বৈষম্য তৈরি করেছে। এখানের বাঙালি মুসলমানরা পদে পদে নানা প্রকার বৈষম্যের শিকার হলেও কোন সরকার এ বিষয়ে যথাযথ পদক্ষেপ নিচ্ছে না। পার্বত্য অঞ্চলকে মুসলিম শূন্য করার চক্রান্ত চলছে বলে চতুর্দিকে শোনা যাচ্ছে। এমতাবস্থায় এখানের অবস্থানরত সকল বাঙালি মুসলমানদেরকে ঐক্যবদ্ধ রাজনৈতিক শক্তি গড়ে তুলতে হবে।

তিনি আরও বলেন, সীমান্তবর্তী অঞ্চল হওয়ার কারণে এ অঞ্চল নিয়ে ষড়যন্ত্র চলমান। এসবের বিরুদ্ধে এখানের সকল ইসলামপ্রিয় জনতাকে ঐক্যবদ্ধ থাকতে হবে। ঘরে ঘরে ইসলামের আলো ছড়িয়ে দিতে হবে। মনে রাখবেন দেশের স্বাধীনতা এবং ইসলাম একই সূত্রে গাথা।

বাংলাদেশ খেলাফত মজলিস রাঙ্গামাটি জেলা সভাপতি মাওলানা আবু বকর সিদ্দিকের সভাপতিত্বে কর্মী সম্মেলনে আরও বক্তব্য রাখেন, কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমিন, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা আবু সাঈদ নোমান, শ্রমিক মজলিসের কেন্দ্রীয় উচ্চতর পরিষদের সদস্য মাওলানা শরিফুজ্জামান জসিম, চট্টগ্রাম মহানগর সভাপতি মাওলানা এমদাদুল্লাহ সোহাইল, সাধারণ সম্পাদক মাওলানা রেদোয়ানুল ওয়াহেদ, চট্টগ্রাম উত্তর জেলার সাংগঠনিক সম্পাদক মাওলানা ওজাইর আহমদ হামিদী প্রমুখ।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img