সোমবার, এপ্রিল ২১, ২০২৫

নারী কমিশনের সুপারিশ ইসলামবিরোধী ও ষড়যন্ত্রমূলক: খেলাফত মজলিস

নারী বিষয়ক সংস্কার কমিশনের প্রদত্ত প্রতিবেদন প্রত্যাখ্যান করে অবিলম্বে কমিশন বাতিলের দাবি জানিয়েছে খেলাফত মজলিস।

সোমবার (২১ এপ্রিল) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে খেলাফত মজলিসের আমীর মাওলানা আব্দুল বাছিত আজাদ ও মহাসচিব ড. আহমদ আবদুল কাদের এ দাবি জানান।

বিবৃতিতে নেতারা বলেন, সম্প্রতি নারী বিষয়ক সংস্কার কমিশন প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন জমা দিয়েছে। কমিশনের প্রতিবেদনে মুসলিম উত্তরাধিকার আইন বাতিলের প্রস্তাব করা হয়েছে। মুসলিম পারিবারিক আইন সংস্কার করে সকল ধর্মের জন্য অভিন্ন পারিবারিক আইন প্রণয়নের প্রস্তাব করা হয়েছে। যেখানে বিয়ে, তালাক, উত্তরাধিকার ও ভরণপোষণে নারী-পুরুষের কথিত সমান অধিকার থাকবে। স্ত্রী স্বামীর বিরুদ্ধে ধর্ষণ মামলা করতে পারবে। যৌনকর্মীদের ‘শ্রমিক’ হিসেবে স্বীকৃতি প্রদানের প্রস্তাব করা হয়েছে। এসব প্রস্তাবনা অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদে অধ্যাদেশ জারির মাধ্যমে দ্রুততম সময়ের মধ্যে কার্যকর করারও প্রস্তাবনা দেয়া হয়েছে।

নেতারা বলেন, আমরা মনে করি, নারী বিষয়ক সংস্কার কমিশনের প্রতিবেদন নির্দিষ্ট মতাদর্শের রূচির বহিপ্রকাশ মাত্র। বেশ কিছু প্রস্তাবনা পবিত্র কুরআনের বিধানের সাথে সরাসরি সাংঘর্ষিক। বাংলাদেশের মুসলিম নারী সমাজ বাস্তবতা ও স্বকীয়তার সাথেও এর কোন সম্পর্ক নেই। যা ইসলাম ও মুসলিম পরিচয়ের অস্তিত্বের উপর একটি সুপরিকল্পিত আঘাত। এসব প্রস্তাবনা দেশের ধর্মীয় ভারসাম্য ও পারিবারিক কাঠামো ধ্বংস করার গভীর ষড়যন্ত্রের অংশ।

এই কমিশনের সদস্যরা দেশকে অস্থিতিশীল করতে চায় উল্লেখ করে নেতারা বলেন, এরা নারীদের সর্বসাধারণের আদৌ প্রতিনিধিত্ব করে না। আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে নারী বিষয়ক সংস্কার কমিশন অবিলম্বে বাতিলের দাবি জানাই। তাদের সকল বিতর্কিত প্রস্তাবনা প্রত্যাখ্যানের দাবি জানাই।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img