মঙ্গলবার, এপ্রিল ২২, ২০২৫

আজ থেকে চালু হচ্ছে তুরস্কের নিজস্ব তৈরি স্যাটেলাইটের কার্যক্রম

তুরস্কের সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে নির্মিত প্রথম কমিউনিকেশন স্যাটেলাইট ‘তার্কসাত ৬এ’ সোমবার (২১ এপ্রিল) থেকে আনুষ্ঠানিকভাবে কার্যক্রমে যুক্ত হচ্ছে। এটি একটি ঐতিহাসিক পদক্ষেপ, যার মাধ্যমে তুরস্ক ৫ বিলিয়ন মানুষের কাছে উপগ্রহ সেবা পৌঁছে দিতে পারবে।

রবিবার (২০ এপ্রিল) তুরস্কের পরিবহন ও অবকাঠামো মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বিষয়টি জানানো হয়েছে।

বিবৃতিতে বলা হয়, সোমবার স্যাটেলাইটটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন তুরস্কের রাষ্ট্রপতি রজব তাইয়্যেব এরদোগান।

তুরস্কের পরিবহন ও অবকাঠামো মন্ত্রী আব্দুল কাদির উরালোগলু বলেন, তার্কসাত ৬এ চালু হওয়ার মাধ্যমে আমাদের উপগ্রহগুলোর আওতায় ৩.৫ বিলিয়ন মানুষ থেকে বৃদ্ধি পেয়ে ৫ বিলিয়ন মানুষের কাছে পৌঁছাবে। সেই সঙ্গে আমাদের এই উপগ্রহ অন্তত ১৫ বছর ধরে সেবা প্রদান করবে।

তিনি আরও উল্লেখ করেন, ১৯৯৪ সালে ‘তার্কসাত ১বি’ এর মাধ্যমে তুরস্কের উপগ্রহ যাত্রা শুরু হয়। এরপর ১৯৯৬ সালে ‘তার্কসাত ১সি’ এবং ২০০১ সালে ‘তার্কসাত ২এ’ কক্ষপথে পাঠানো হয়।

উল্লেখ্য, গত বছরের জুলাই মাসে মহাকাশে উৎক্ষেপণ করা হয়েছিল তার্কসাত ৬এ, এবং একই বছরের ডিসেম্বরে এটি তার নির্ধারিত কক্ষপথে পৌঁছে।

সূত্র: ডেইলি সাবাহ

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img