মঙ্গলবার, এপ্রিল ২২, ২০২৫

স্বাধীনতার পর প্রতিটি সরকার জনগণকে শোষণ করে গেছে: ড. হেলাল

স্বাধীনতা পরবর্তী প্রতিটি সরকার দেশের জনগণকে শোষণ করে গেছে উল্লেখ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমীর এডভোকেট ড. হেলাল উদ্দিন বলেন, তারা জনগণের উপর জুলুম-নির্যাতন চালিয়েছে। মানুষের বাক স্বাধীনতা ছিনিয়ে নিয়েছে।

সোমবার (২১ এপ্রিল) রাজধানীর শাহজাহানপুর এলাকায় আয়োজিত এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

চাঁদাবাজ মুক্ত সমাজ গড়ার আহ্বান জানিয়ে ড. হেলাল বলেন, ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা হলে জনগণ শোষিত হবে না। দেশের প্রতিটি নাগরিক দল-মত, ধর্ম-বর্ণ, জাতি-গোষ্ঠী নির্বিশিষে সমান অধিকার ও মর্যাদা লাভ করবে। তাই শোষণের হাত থেকে মুক্তি ও নাগরিক হিসেবে নিজের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে আগামী নির্বাচনের মাধ্যমে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করতে শান্তিকামী জনতার প্রতি আহ্বান জানান তিনি।

এসময় উপস্থিত ছিলেন, মহানগরী কর্মপরিষদ সদস্য ও শাহজাহানপুর পূর্ব থানা আমীর মুহাম্মাদ শরিফুল ইসলাম, মহানগরী মজলিসে শূরা সদস্য ও শাহজাহানপুর পূর্ব থানা সেক্রেটারি মুহাম্মাদ আনোয়ার হোসাইন, থানা কর্মপরিষদের সদস্য যথাক্রমে আবদুল খালেক, নাহিদ জামাল, আজিজ উদ্দিন প্রমুখ।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img