ইমারাতে ইসলামীয়া আফগানিস্তানের সেনাপ্রধান ফাসিহউদ্দিন ফিতরাত বলেছেন, কেউ যদি পুনরায় আফগানিস্তান দখলের চিন্তা করে, তবে অবশ্যই তাকে আফগান সেনাবাহিনীর মুখোমুখি হতে হবে। শত্রুদের উচিত, আফগানিস্তানের ইতিহাস থেকে শিক্ষা নেওয়া।
সোমবার (২৮ এপ্রিল) আফগানিস্তানের কমিউনিস্ট শাসনের পতন ও মুজাহিদদের বিজয়ের ৩৩তম বার্ষিকী উপলক্ষে (৮ই সাওর) আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, শত্রুর যত শক্তি ও ক্ষমতাই থাকুক না কেন, তাদের শক্তি টিকবে না। আফগানিস্তানের মানুষ স্বাধীন এবং তারা শত্রুর বিরুদ্ধে লড়াই চালিয়ে যাবে, শেষ পর্যন্ত বিজয় অর্জন করবে।
তিনি আরও বলেন, আফগানিস্তান শীঘ্রই রাজনৈতিক, অর্থনৈতিক এবং নিরাপত্তা খাতে বিশ্বের উন্নত দেশগুলোর সঙ্গে প্রতিযোগিতা করতে সক্ষম হবে।
অনুষ্ঠানে জাতিগোষ্ঠী ও উপজাতি বিষয়ক মন্ত্রী নূরুল্লাহ নূরী বলেন, আফগান জনগণ কেবল সোভিয়েত ইউনিয়নকে আফগানিস্তানে পরাজিত করেনি, বরং মধ্যে এশিয়ার বুকে সোভিয়েত ইউনিয়নের পতন ঘটিয়েছে।
তথ্য ও সংস্কৃতি মন্ত্রী খাইরুল্লাহ খাইরখওয়া বলেন, আমরা লক্ষ্য করছি যে কিছু ব্যক্তি তরুণদের মনকে বিভ্রান্ত করার এবং তাদের হাতিয়ার হিসেবে ব্যবহারের চেষ্টা করছে। যারা জিহাদের সময় পরাজিত হয়েছিল, তারা এখন জনগণকে ভুল পথে পরিচালিত করার চেষ্টা করছে।
আফগানিস্তানের জাতীয় পরীক্ষা বোর্ডের প্রধান আবদুল বাকী হাক্কানী জোর দিয়ে বলেন, শিক্ষা, উন্নয়ন এবং আধুনিক প্রযুক্তির ব্যবহার দেশের প্রতিরক্ষা সক্ষমতা শক্তিশালী করতে একটি মৌলিক ভূমিকা রাখে।
উল্লেখ্য, ১৯৯২ সালের এই দিনে আফগানিস্তানের ড. নাজিবুল্লাহের নেতৃত্বাধীন শেষ কমিউনিস্ট সরকারকে উৎখাত করে মুজাহিদিনরা। দীর্ঘ ১৪ বছরের লড়াইয়ের পর কাঙ্ক্ষিত বিজয় অর্জিত হয়।
সূত্র: তোলো নিউজ