বৃহস্পতিবার | ৪ ডিসেম্বর | ২০২৫

আফগানিস্তানে ৯৩৫ জাদু বিদ্যা চর্চাকারী গ্রেপ্তার

গত এক বছরে ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানে জাদুবিদ্যা চর্চার অভিযোগে ৯৩৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার (২৯ এপ্রিল) এক বিবৃতিতে আফগানিস্তানের পুণ্যের প্রচার ও পাপাচার প্রতিরোধ বিষয়ক মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

বিবৃতিতে বলা হয়, সমাজের শৃঙ্খলা ও নৈতিকতা রক্ষায় ইসলামবিরোধী কার্যকলাপ প্রতিরোধে মন্ত্রণালয় দৃঢ় প্রতিশ্রুতিবদ্ধ। এসব কার্যকলাপ সমাজের মূল্যবোধ ও স্থিতিশীলতাকে হুমকির মুখে ফেলে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।

একটি সুস্থ, কুসংস্কারমুক্ত ও ইসলামি সমাজ গঠনে জনগণের সহযোগিতা কামনা করেছে মন্ত্রণালয়। একই সঙ্গে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সক্রিয়ভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

বিবৃতিতে জানানো হয়, গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে ১২৫ জন তাকহার, ১১১ জন বাগলান এবং ১১৭ জন কাবুলসহ অন্যান্য বিভিন্ন প্রদেশ থেকে আটক করা হয়েছে।

উল্লেখ্য, গত তিন বছরে ইসলামি শরিয়াহ আইন বাস্তবায়নে পুণ্যের প্রচার ও পাপাচার প্রতিরোধ মন্ত্রণালয় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। সমাজে নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ প্রতিষ্ঠায় গৃহীত পদক্ষেপগুলোর ফলে জনগণের মধ্যে মন্ত্রণালয়ের কার্যক্রমের প্রতি ব্যাপক সমর্থন তৈরি হয়েছে।

সূত্র: হুরিয়াত রেডিও

spot_img

সর্বশেষ

spot_img

এই বিভাগের

spot_img