ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস বলেছে, ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইল পরাজিত না হওয়া পর্যন্ত আমাদের প্রতিরোধ অব্যাহত থাকবে।
হামাসের এক বিবৃতির উদ্ধৃতি দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আল-জাজিরা।
হামাস বলেছে, গাজ্জায় ব্যর্থতা ঢাকতে নেতানিয়াহুর রাফাহ ধ্বংস করার বক্তব্য জনসাধারণকে বিভ্রান্ত করার একটি মরিয়া প্রচেষ্টা।
হামাস আরও বলেছে, আমরা নিশ্চিত করছি যে- দখলদারিত্ব পরাজিত না হওয়া পর্যন্ত আমাদের প্রতিরোধ অব্যাহত থাকবে। রাফাহ দৃঢ়তার প্রতীক এবং আক্রমণকারীদের তাড়া করে বেড়ায় এমন একটি দুঃস্বপ্ন হিসেবেই থাকবে।