মঙ্গলবার, মে ৬, ২০২৫

পাকিস্তানের বিরুদ্ধে ভারতের ভিত্তিহীন অভিযোগে উত্তেজনা বাড়ছে: ওআইসি

spot_imgspot_img

ইসলামি সহযোগিতা সংস্থা (ওআইসি) বলেছে, পাকিস্তানের বিরুদ্ধে ভারতের ভিত্তিহীন অভিযোগ দক্ষিণ এশিয়ায় নিরাপত্তাজনিত উত্তেজনা আরও বাড়াচ্ছে।

সোমবার (৫ মে) এক বিবৃতিতে এ কথা বলেছে ৫৭টি মুসলিম দেশ নিয়ে গঠিত সংস্থা ওআইসি।

বিবৃতিতে ওআইসি বলেছে, এই ধরনের অভিযোগ ইতোমধ্যেই অস্থিতিশীল পরিস্থিতিকে আরও ঘোলাটে করে তুলছে। সন্ত্রাসবাদের বিরুদ্ধে আমাদের নীতিগত অবস্থান স্পষ্ট এবং আমরা যে কোনও রূপের সন্ত্রাসবাদকে নিন্দা জানাই, তা যেই করুক এবং যেখানেই করুক।

সংস্থাটি জোর দিয়ে বলেছে, কোনও দেশ, জাতি, ধর্ম, সংস্কৃতি বা জাতীয়তাকে সন্ত্রাসবাদের সঙ্গে যুক্ত করার যেকোনও প্রচেষ্টা আমরা প্রত্যাখ্যান করি।

বিবৃতিতে কাশ্মির ইস্যুকে বিশেষভাবে তুলে ধরে বলা হয়, দীর্ঘদিন ধরে অমীমাংসিত এই সমস্যা দক্ষিণ এশিয়ার শান্তি ও নিরাপত্তার মূল অন্তরায়। জম্মু ও কাশ্মিরের মানুষ এখনও জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাব অনুযায়ী তাদের নিজেদের অধিকার থেকে বঞ্চিত।

ওআইসি আরও বলেছে, জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের মধ্যস্থতার প্রস্তাবকে স্বাগত জানানো হয়েছে। বিবৃতিতে আন্তর্জাতিক সম্প্রদায়, বিশেষ করে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ এবং প্রভাবশালী দেশগুলোর কাছে দ্রুত ও কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়েছে, যাতে পরিস্থিতি শান্ত করা যায় এবং উত্তেজনা কমানো যায়।

সর্বশেষ

spot_img
spot_img
spot_img