বুধবার, মে ৭, ২০২৫

আফগানিস্তানের সমস্যা সমাধানে জাতিসংঘে আফগান প্রতিনিধি অপরিহার্য: শাহীন

spot_imgspot_img

জাতিসংঘে এখনো পর্যন্ত ইমারাতে ইসলামীয়া আফগানিস্তান মনোনীত প্রতিনিধিকে স্বীকৃতি দেওয়া হয়নি। বর্তমানে দায়িত্বে রয়েছেন পূর্ববর্তী পশ্চিমা মদদপুষ্ট আশরাফ গনি সরকারের নিযুক্ত কূটনীতিকরা। তবে বর্তমান তালেবান সরকারের প্রতিনিধিকে জাতিসংঘে নিযুক্ত করার বিষয়ে আলোচনা শুরু হয়েছে। কাতারে আফগান রাষ্ট্রদূত সোহাইল শাহীন এ আলোচনাকে আফগানিস্তানের জন্য একটি ইতিবাচক অগ্রগতি হিসেবে দেখছেন।

রবিবার (০৪ মে) আরটিএ’কে দেওয়া এক সাক্ষাৎকারে এমনটি জানিয়েছেন তিনি।

তিনি বলেন, জাতিসংঘে বর্তমান আফগান সরকারের উপস্থিতি প্রয়োজন। এটি তালেবানের নেতৃত্বাধীন আফগান সরকারের অধিকারের প্রশ্ন।

শাহীন বলেন, “জাতিসংঘে ইমারাতে ইসলামীয়া আফগানিস্তানের প্রতিনিধি থাকলে, আফগানিস্তানের বিভিন্ন সমস্যার সমাধান পাওয়া সম্ভব হতে পারে। আর তাই দ্রুত এই স্থানটিতে আফগান সরকারের মনোনীত প্রতিনিধিকে স্বীকৃতি দেওয়া উচিত”

তিনি আরো বলেন, জাতিসংঘে আফগানিস্তানের মনোনীত প্রতিনিধি থাকলে কাবুলের সঙ্গে আন্তর্জাতিক সম্প্রদায়ের সাথে সম্পৃক্ত হওয়ার ভিত্তি স্থাপিত হবে।

উল্লেখ্য, বর্তমানে জাতিসংঘে আফগানিস্তানের হয়ে প্রতিনিধিত্ব করছেন পূর্ববর্তী পশ্চিমা মদদপুষ্ট আশরাফ গনি সরকারের প্রতিনিধিরা। যারা এখনো পর্যন্ত তালেবান সরকারের বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে যাচ্ছে। তাদের এমন কর্মকাণ্ড আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি নেতিবাচক বার্তা প্রদান করছে। ফলে তা আফগানিস্তান ও আন্তর্জাতিক সম্প্রদায়ের মধ্যে কার্যকর কূটনৈতিক সম্পর্ক গড়ে তোলার ক্ষেত্রে একটি বড় বাধা হয়ে দাঁড়িয়েছে।

সূত্র: কাবুল টাইমস

সর্বশেষ

spot_img
spot_img
spot_img