কাতার ইউনিভার্সিটি থেকে ফিকহ ও উসূলুল ফিকহ শাস্ত্রে মাস্টার্স সম্পন্ন করে মুমতাজ গ্রেড অর্জনের পাশাপাশি আন্তর্জাতিক বিভিন্ন জার্নালে গবেষণা প্রকাশের সাফল্যের স্বীকৃতিস্বরূপ দ্বিতীয়বারের মতো রিসার্চ অ্যাওয়ার্ড গোল্ড মেডেল অর্জন করলেন চট্টগ্রাম দারুল মাআরিফের আল ইসলামিয়র সাবেক শিক্ষার্থী মাওলানা মুহাম্মদ আবু তালেব।
বুধবার (৭মে) ৪৮তম গ্র্যাজুয়েশন প্রোগ্রামে কাতারের আমীর শায়খ তামিম বিন হামাদ আল সানির হাত থেকে এই সম্মাননা গ্রহণ করেন।
স্বর্ণপ্রদক লাভ করা শিক্ষার্থী মাওলানা আবু তালেব তার এই অর্জনকে উৎসর্গ করেন তার আপন শেকড় শিক্ষাপ্রতিষ্ঠান জামেয়া দারুল মাআরিফের মরহুম প্রতিষ্ঠাতা পরিচালক আল্লামা সুলতান যওক নদভী রহ. কে।
উল্লেখ, ২০১১ সালে দারুল মাআরিফ থেকে কুল্লিয়া ১ম বর্ষ (মেশকাত) শেষ করেছে।তার বাড়ি চট্টগ্রামের হাটহাজারী মাদার্শা গ্রামে।