সমমনা ইসলামী দলসমূহের ৫ দলীয় জোটের লিঁয়াজো কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে ৩০০ আসনে একক প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়াও এই জোটের আরও কিছু দল যুক্ত করার বিষয়ে আলোচনা হয়েছে।
আজ বৃহস্পতিবার (৮ মে) বিকালে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কার্যালয়ে জমিয়তের সিনিয়র সহ-সভাপতি মাওলানা আব্দুর রব ইউসুফীর সভাপতিত্বে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী, ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ মাওলানা ইউনুছ আহমাদ ও সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, খেলাফত মজলিসের মহাসচিব ড.আহমদ আব্দুল কাদের ও যুগ্ম মহাসচিব এডভোকেট জাহাঙ্গীর হোসেন, বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালাল উদ্দীন আহমদ ও যুগ্ম মহাসচিব মাওলানা তোফাজ্জল হোসেন মিয়াজী, নেজাম ইসলাম পার্টির সিনিয়র নায়েবে আমীর মাওলানা আব্দুল মাজেদ আতহারী ও মহাসচিব মাওলানা মুসা বিন ইযহার।