শুক্রবার, মে ৯, ২০২৫

৬২ আরোহী নিয়ে উড়ালের পর নিখোঁজ ইন্দোনেশিয়ার বিমান

spot_imgspot_img

ইন্দোনেশিয়ার শ্রীবিজয়া এয়ারের একটি যাত্রীবাহী উড়োজাহাজ নিখোঁজ হয়েছে।

আজ শনিবার (৯ জানুয়ারি) রাজধানী জাকার্তা থেকে উড্ডয়নের কিছুক্ষণ পর কন্ট্রোল টাওয়ারের সঙ্গে সেটির যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

বিমানটি জাকার্তা থেকে ওয়েস্ট কালিমান্তান প্রদেশের রাজধানী পনতিয়ানাক যাচ্ছিল।

শ্রীবিজয়া এয়ার কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানান, তারা এখনো ফ্লাইট এসজে১৮২ সম্পর্কে খোঁজখবর নিচ্ছেন। শ্রীলঙ্কার জাতীয় বিমান কর্তৃপক্ষও এ বিষয়ে বিস্তারিত তথ্য সংগ্রহ করছে বলে জানা গেছে।

ফ্লাইট ট্র্যাকার ওয়েবসাইট ফ্লাইটরাডার২৪ এক টুইটে জানিয়েছে, জাকার্তা থেকে উড়ার চার মিনিট পর সেটি আকাশে ১০ হাজার ফুটের বেশি উচ্চতায় অবস্থান করছিল। সেখানে এক মিনিটের কম সময় অবস্থানের পর হঠাৎ করেই সেটি রাডার থেকে হারিয়ে যায়।

বিমানটিতে ৫৬ জন যাত্রী ও ছয় জন ক্রু রয়েছেন। স্থানীয় একটি টিভি চ্যানেল জানিয়েছে, জাকার্তার উত্তরে সাগরের পানিতে ধ্বংসাবশেষ সদৃশ কিছু বস্তু পাওয়ার দাবি করেছে।

সূত্র: পার্সটুডে

সর্বশেষ

spot_img
spot_img
spot_img