বুধবার, মে ১৪, ২০২৫

হামাসকে নিরস্ত্র করার পরিকল্পনা থেকে সরে আসছেন ট্রাম্প

spot_imgspot_img

গাজ্জায় স্থায়ী যুদ্ধবিরতির জন্য ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসকে নিরস্ত্রীকরণের দাবি থেকে সরে আসার কথা ভাবছে আমেরিকা। এতদিন যুদ্ধবিরতির শর্ত হিসেবে হামাসকে অস্ত্র সমর্পণের জন্য চাপ দেওয়া হচ্ছিল। কিন্তু হামাস অস্ত্র ত্যাগের বিষয়ে নমনীয় না হওয়ায় নতুন চিন্তা করছে ট্রাম্প প্রশাসন।

গাজ্জায় যুদ্ধবিরতির মধ্যস্থতার সঙ্গে জড়িত একটি সূত্রের বরাতে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল-আরাবি আল-জাদিদ।

গণমাধ্যমটির বরাত দিয়ে মিডল ইস্ট মনিটর এক প্রতিবেদনে বলেছে, আরব ও মিশর সূত্র জানিয়েছে, মার্কিন সরকার যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছানোর পূর্বশর্ত হিসেবে হামাসের নিরস্ত্রীকরণের দীর্ঘ দিনের দাবি প্রত্যাখ্যান করতে প্রস্তুত।

সূত্রগুলো জানিয়েছে, আলোচনায় জড়িত ট্রাম্প প্রশাসনের প্রতিনিধিরা মিশরীয় কর্মকর্তাদের সঙ্গে আলোচনায় আগ্রহ প্রকাশ করেছেন। হামাসের প্রাথমিক নিরস্ত্রীকরণের সম্ভাব্য ছাড় মার্কিন সরকারের একযোগে সব ইসরাইলি জিম্মিদের মুক্তির জন্য একটি চুক্তিতে পৌঁছানোর চেষ্টা বলে জানা গেছে।

সূত্রগুলো জানায়, আমেরিকার এমন পরিবর্তনের পেছনে একটি প্রধান কারণ হলো- মার্কিন অনেক নীতিনির্ধারক এখন বুঝতে পারছেন যে, গাজ্জায় আটক ইসরাইলি জিম্মিদের মুক্ত করতে যুদ্ধ কোনো কার্যকর উপায় নয়। এ ছাড়া আমেরিকার অভ্যন্তরীণ মহলে এ ধারণাও জোরালো হচ্ছে যে, ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইল ও প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু অতিমাত্রায় মার্কিন সরকার এবং প্রেসিডেন্ট ট্রাম্পের ওপর প্রভাব বিস্তারের চেষ্টা করছেন। এ কারণে আমেরিকা এখন নতুনভাবে চিন্তা করছে এবং আগের পরিকল্পনা থেকে সরে আসছে।

সর্বশেষ

spot_img
spot_img
spot_img