কাতারভিত্তিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা ও এর কর্মীদের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে দখলকৃত ফিলিস্তিনের মাহমুদ আব্বাসের সরকার।
মঙ্গলবার (১৩ মে) মিডল ইস্ট মনিটরের খবরে একথা জানানো হয়।
খবরে বলা হয়, দখলকৃত ফিলিস্তিনের পশ্চিম তীরের ইসরাইল-অধিকৃত অঞ্চলে কাতারভিত্তিক সম্প্রচার সংস্থা আল জাজিরা ও এর কর্মীদের উপর যে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিলো তা তুলে নিয়েছে প্যালেস্টাইন অথোরিটি খ্যাত মাহমুদ আব্বাসের নেতৃত্বাধীন সরকার।
পশ্চিম তীরে কার্যক্রম পরিচালনায় সরকারি নিষেধাজ্ঞা ও স্থগিতাদেশ গত জানুয়ারি থেকে কার্যকর হয়েছিলো। মাহমুদ আব্বাসের সরকার বা প্যালেস্টাইন অথোরিটি এক্ষেত্রে সংবাদমাধ্যমটির বিরুদ্ধে ফিলিস্তিনের আইন ও বিধিবিধান বারবার লঙ্ঘন করা হচ্ছে বলে অভিযোগ এনেছিলো। পক্ষপাতিত্বমূলক প্রতিবেদন ও উসকানিমূলক সম্প্রচারের জন্য এর সমালোচনা করেছিলো।
নিষেধাজ্ঞা ও স্থগিতাদেশ জারি প্রসঙ্গে আল জাজিরা বলেছিলো, পশ্চিম তীরে দ্রুত অবনতি ঘটতে থাকা পরিস্থিতি সম্প্রচার থেকে বিরত রাখার চেষ্টা হিসেবে আমাদের চ্যানেলের বিরুদ্ধে এই পদক্ষেপ নিয়েছে পশ্চিম তীরের ফিলিস্তিনি সরকার। যাদের নিরাপত্তা বাহিনী আবার সেই সময় সাধারণ ফিলিস্তিনিদের প্রতিরোধ আন্দোলন দমন করতে ইসরাইলী দখলদার সেনাদের সহায়তা করে যাচ্ছিলো।
ইসরাইলী দখলদার বাহিনী আল জাজিরার রামাল্লাহ অফিসে অভিযান চালিয়ে তা বন্ধ করে দিলে তাদের আজ্ঞাবহ মাহমুদ আব্বাসের সরকার একে বৈধতা দিতে কয়েক মাসের মাথায় নিষেধাজ্ঞা ও স্থগিতাদেশ জারি করে।
এছাড়া আন্তর্জাতিক সংবাদ সম্প্রচারমাধ্যম আল জাজিরা ২০২৪ সালের মে মাস থেকে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের নিষেধাজ্ঞায় পড়ে। এমনকি সম্প্রচার সরঞ্জাম জব্দ করার পাশাপাশি চ্যানেলটিকে তাদের স্যাটেলাইট ও কেবল নেটওয়ার্ক থেকেও সরিয়ে দেয়। কেড়ে নেয় সর্বসাধারণের চ্যানেলটির ওয়েবসাইটে প্রবেশের অধিকার।









