বুধবার, মে ১৪, ২০২৫

দেশের নীতিনির্ধারণে ইসলামী শক্তিকে উপেক্ষার সুযোগ নেই: নেজামে ইসলাম পার্টি

spot_imgspot_img

জুলাই অভ্যুত্থানসহ দেশ ও জাতির যে কোন সঙ্কট উত্তরণে ইসলামী শক্তিই সবসময় সাহসী ভূমিকা পালন করে এসেছে। তাই দেশের কল্যাণে নীতিনির্ধারণী সিদ্ধান্ত গ্রহণে ইসলামী শক্তিকে উপেক্ষা করার কোনই সুযোগ নেই।
বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি কক্সবাজার জেলা সম্মেলন বাস্তবায়ন কমিটির সভায় নেতৃবৃন্দ এ কথা বলেন।

আগামী ২২ মে অনুষ্ঠিতব্য জেলা সম্মেলন বাস্তবায়নকল্পে মঙ্গলবার (১৩ মে) বিকেলে এ সভা অনুষ্ঠিত হয়।

সম্মেলন বাস্তবায়ন কমিটির আহবায়ক ও জেলা আমীর মাওলানা আব্দুল খালেক নিজামীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য রাখেন, নায়েবে আমীর মাওলানা মুহাম্মদ ইয়াছিন হাবিব।

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, সাধারণ সম্পাদক মাওলানা আব্দুর রহমান জিহাদী, যুগ্ম সাধারণ সম্পাদক হাফেজ আমানুল হক আমান, অর্থ সম্পাদক মাওলানা নুরুল হক চকোরী, প্রচার সম্পাদক হাফেজ মুহাম্মদ আবুল মঞ্জুর, কক্সবাজার পৌর আমীর মাওলানা খালেদ সাইফী, ছাত্রবিষয়ক সম্পাদক মাওলানা হাফেজ শওকত আলী, সদর উপজেলা সাধারণ সম্পাদক এড. ঈসা মাহমুদ হাসেমী প্রমুখ।

এ সভায় জেলা সম্মেলন সফল করতে গঠনমূলক সিদ্ধান্ত গৃহীত হয়। সেই সাথে সম্মেলন বাস্তবায়নে জেলা, উপজেলা ও পৌর শাখার সংশ্লিষ্ট দায়িত্বশীলদের জরুরি নির্দেশনা দেয়া হয়।

সর্বশেষ

spot_img
spot_img
spot_img