রবিবার | ২৫ জানুয়ারি | ২০২৬
spot_img

আফগানিস্তান এখন নিরাপদ; বৃদ্ধি পাচ্ছে অর্থনৈতিক স্থিতিশীলতা: যুক্তরাষ্ট্র

সম্প্রতি যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি ডিপার্টমেন্ট (ডিএইচএস) এক গুরুত্বপূর্ণ বিবৃতিতে জানিয়েছে, ইমারাতে ইসলামীয়া আফগানিস্তান বর্তমানে নিরাপদ অবস্থানে রয়েছে এবং দেশটির অর্থনীতি ধীরে ধীরে স্থিতিশীলতার দিকে এগোচ্ছে।

এই ঘোষণাকে স্বাগত জানিয়েছে আফগানিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়।

গত বুধবার (১৪ মে) আফগান পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, যুক্তরাষ্ট্রের এই স্বীকৃতি আফগানিস্তানের বাস্তব পরিস্থিতির ইতিবাচক প্রতিফলন এবং দেশটির নিরাপত্তা ও অর্থনৈতিক খাতে উন্নয়নের প্রমাণ।

বিবৃতিতে আরও বলা হয়, এটি ইমারাতে ইসলামীয়ার অধীনে জাতীয় নিরাপত্তা, অর্থনীতি এবং অন্যান্য গুরুত্বপূর্ণ ক্ষেত্রে অগ্রগতির আন্তর্জাতিক স্বীকৃতিও বটে।

পররাষ্ট্র মন্ত্রণালয় আরো জানায়, বিদেশে বসবাসরত আফগান নাগরিকদের প্রত্যাবাসন ইস্যুতে যুক্তরাষ্ট্র ও অন্যান্য দেশের সঙ্গে গঠনমূলক সংলাপে অংশ নিতে আফগানিস্তান প্রস্তুত। একই সঙ্গে, আফগান নাগরিকদের সেবা ও অধিকার নিশ্চিত করতে কনস্যুলার সেবা ও দ্বিপাক্ষিক ব্যবস্থার গুরুত্বও তুলে ধরা হয়।

উল্লেখ্য, ডিএইচএস ঘোষণা দিয়েছে যে, আফগানদের জন্য যুক্তরাষ্ট্রে প্রদত্ত সাময়িক সুরক্ষা (টিপিএস) সুবিধা আগামী ১৩ জুলাই থেকে বাতিল করা হবে। এই প্রেক্ষাপটে আফগান সরকারের দৃষ্টিভঙ্গি ও প্রস্তুতি দ্বিপাক্ষিক সহযোগিতার নতুন সম্ভাবনার ইঙ্গিত দিচ্ছে।

সূত্র: হুরিয়াত রেডিও

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ