বৃহস্পতিবার | ৪ ডিসেম্বর | ২০২৫

গাজ্জায় ইসরাইলের ব্যাপক হামলা ; শহরে প্রবেশ করছে তাদের ট্যাংক

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজ্জা উপত্যকার উত্তরাঞ্চলে স্থল ও আকাশ থেকে ব্যাপক হামলা চালানো শুরু করেছে ইহুদীবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইল। সেখানকার বেঈত লাহিয়া শহরে তাদের ট্যাংকও প্রবেশ করেছে।

শুক্রবার (১৬ মে) সকাল থেকে ব্যাপক গোলাবর্ষণ ও মিসাইল ছোড়া শুরু করে তারা।

বেঈত লাহিয়ার সাধারণ মানুষ জানিয়েছে, গত মার্চের পর উত্তর গাজ্জায় এটি ইসরাইলের সবচেয়ে বড় হামলা। এ সময় সেখানে ট্যাংকও প্রবেশ করে।

স্থানীয়দের থেকে জানা যায়, ইসরাইলি বাহিনী প্রথমে ধোঁয়ার বোমা ছোড়ে। এরপর কাছাকাছি অবস্থান থেকে গোলাবর্ষণ শুরু করে। এরপর বেঈত লাহিয়ার আল-সালাতিনের দিকে ট্যাংক নিয়ে অগ্রসর হয় তারা।

প্রত্যক্ষদর্শীদের থেকে জানা যায়, ইসরাইলি সাঁজোয়া যান একটি স্কুল ঘিরে ফেলে। যেখানে শত শত বেসামরিক মানুষ আশ্রয় নিয়েছেন।

গাজ্জার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গতকাল বৃহস্পতিবার (১৫ মে) ১২০ জনেরও বেশি মানুষকে হত্যার পর আজ নতুন করে আরও ৫০ জনকে হত্যা করেছে তারা।

সূত্র: বিবিসি

spot_img

সর্বশেষ

spot_img

এই বিভাগের

spot_img