দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারের লক্ষ্যে একটি প্রতিনিধি দল নিয়ে ইরান পৌঁছেছেন ইমারাতে ইসলামীয়া আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রী মাওলানা আমির খান মুত্তাকি। এই সফরে তার সাথে রয়েছেন আফগানিস্তানের ডেপুটি অর্থমন্ত্রী ডক্টর আবদুল লতিফ নাজারী। উভয়েই ‘তেহরান ডায়লগ ফোরাম’ ও দেশটির উচ্চপর্যায়ে নেতাদের সাথে বৈঠক করবেন।
ইরান সরকারের আমন্ত্রণে গতকাল শনিবার (১৭ মে) তেহরান পৌঁছান এই আফগান দুই নেতা।
আফগান পররাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগের প্রধান জিয়া আহমাদ তাকাল বলেন, “বিদেশমন্ত্রীকে সঙ্গে নিয়ে যে প্রতিনিধিদলটি তেহরান ডায়ালগ ফোরামে অংশগ্রহণ করবে, তাদের মধ্যে ড. আব্দুল লতিফ নজরী, অর্থনীতি মন্ত্রণালয়ের উপমন্ত্রী, রয়েছেন। তারা ইরানি কর্মকর্তাদের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে আলোচনা করবেন।”
প্রসঙ্গত, এটি মাওলানা মুত্তাকির তেহরানে তৃতীয় সরকারি সফর। কিছু রাজনৈতিক বিশ্লেষকের মতে, কাবুল-তেহরান সম্পর্কের বর্তমান চ্যালেঞ্জগুলো বিবেচনায় রেখে, এই সফরটি প্রভাবশালী হতে পারে।
রাজনৈতিক বিশ্লেষক আব্দুল নাসির শাফিক বলেন, “ইরানের সঙ্গে আমাদের সম্পর্ক অন্য যেকোনো প্রতিবেশী দেশের চেয়ে বেশি শক্তিশালী হওয়া উচিত, কারণ আমাদের মধ্যে ঐতিহাসিক ও সাংস্কৃতিক বন্ধন রয়েছে এবং ইরান কখনো আমাদের সঙ্গে ঐতিহাসিকভাবে দ্বন্দ্বে জড়ায়নি।”
উল্লেখ্য, বর্তমানে আফগান অভিবাসীদের ইরান থেকে বহিষ্কার, ট্রানজিট ইস্যু এবং পানির অধিকার কাবুল-তেহরান সম্পর্কের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলোর মধ্যে রয়েছে।
সূত্র: তোলো নিউজ