সোমবার, মে ১৯, ২০২৫

বাংলাদেশি পণ্য আমদানিতে ভারতের নিষেধাজ্ঞায় ভারতীয় ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হবে: বাণিজ্য উপদেষ্টা

spot_imgspot_img

স্থলবন্দর দিয়ে বাংলাদেশ থেকে তৈরি পোশাক, প্রক্রিয়াজাত খাদপণ্যসহ প্রায় ৭ ধরনের পণ্য আমদানিতে নতুন যে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে- তাতে ‘ভারতের ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত’ হবে বলে মন্তব্য করেছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।

আজ রোববার (১৮ মে) সচিবালয়ে নিজ দপ্তরে বাংলাদেশ থেকে পণ্য আমদানির ক্ষেত্রে ভারতের সিদ্ধান্তের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

বাণিজ্য উপদেষ্টা বলেন, ভোক্তা এবং ব্যবসায়ীদের স্বার্থে ভারত ও বাংলাদেশের মধ্যকার ব্যবসা চলমান থাকবে। ভারতের পদক্ষেপের বিষয়ে আমরা এখনো অফিশিয়ালি কিছু জানি না। আমরা আনুষ্ঠানিকভাবে জানার পর ব্যবস্থা নিতে পারব। যদি সমস্যা দেখা দেয় বা তৈরি হয় তাহলে উভয়পক্ষ আলোচনা করে সমাধানের চেষ্টা করব।

সর্বশেষ

spot_img
spot_img
spot_img