রবিবার, মে ১৮, ২০২৫

নিষিদ্ধ লীগের নানকসহ তিনজনের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত

spot_imgspot_img

নিষিদ্ধ লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানকসহ তিনজনের দেশত্যাগে নিষেধাজ্ঞার আদেশ দিয়েছেন ঢাকার একটি আদালত। নিষেধাজ্ঞার আদেশপ্রাপ্ত অপর দুইজন হলেন- নানকের স্ত্রী ও রাতুল টেলিকম লিমিটেডের চেয়ারম্যান সৈয়দা আরজুমান বানু এবং তার মেয়ে ও রাতুল টেলিকম লিমিটেডের পরিচালক এস আমরীন রাখি।

আজ রোববার (১৮ মে) দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মুহাম্মাদ জাকির হোসেন এ আদেশ দেন।

আবেদনে বলা হয়েছে, আসামি সৈয়দা আরজুমান বানু, এস আমরীন রাখি, জাহাঙ্গীর কবির নানকের বিরুদ্ধে মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২’র ২(ক) (২) ধারা লঙ্ঘন পূর্বক বিটিআরসি’র আইজিডব্লিউ লাইসেন্সধারী অপারেটর হিসাবে ১১৬ কোটি ৯৯ লাখ ৩০ হাজার ৭৪২ আন্তর্জাতিক ইনকামিং কল মিনিটের মূল্য বাবদ অর্জিত ২৫৯ কোটি ৬২ লক্ষ ৫ হাজার ১৫৮ টাকা সমমানের ৩ কোটি ৩২ লাখ ৮৪ হাজার ৬৮১ মার্কিন ডলার (বৈদেশিক মুদ্রা) পাচার করে কিংবা আনয়ন যোগ্য বৈদেশিক মুদ্রা বিদেশ হতে বাংলাদেশে না আনার অভিযোগে মামলা তদন্তাধীন রয়েছে। মামলা সংশ্লিষ্ট ব্যক্তি ও তার পরিবার দেশ ছেড়ে বিদেশে পলায়ন করতে পারেন মর্মে তদন্তকালে বিশ্বস্ত সূত্রে জানা যায়। তারা বিদেশ পালিয়ে গেলে মামলা কার্যক্রম দীর্ঘায়িত ও ব্যাহত হওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে। বিধায় মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে আসামিবর্গের বিদেশ গমনে নিষেধাজ্ঞা প্রদান করা একান্ত প্রয়োজন।

সূত্র : বাসস

সর্বশেষ

spot_img
spot_img
spot_img