তীব্র আন্তর্জাতিক সমালোচনার মুখে অবশেষে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজ্জা উপত্যকায় মানবিক সাহায্য প্রবেশের অনুমতি দিয়েছেন ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইল।
রোববার (১৮ মে) এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে নেতানিয়াহুর কার্যালয়।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের বিবৃতিতে বলা হয়েছে, আইডিএফের সুপারিশের ভিত্তিতে হামাসকে নির্মূল করার জন্য এবং তীব্র যুদ্ধ সম্প্রসারণে সফলতার জন্য কার্যকরী প্রয়োজনের কারণে এটি করা হচ্ছে।
ইসরাইলের ওপর ক্রমবর্ধমান আন্তর্জাতিক চাপের কারণে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।