মঙ্গলবার, মে ২০, ২০২৫

আফগানিস্তানের শিশুদের বিনামূল্যে চিকিৎসা দিচ্ছেন বাংলাদেশি চিকিৎসকেরা

spot_imgspot_img

ইমারাতে ইসলামীয়া আফগানিস্তানের ১২০ জন শিশুকে চিকিৎসা দিতে দেশটির রাজধানী কাবুলে পৌঁছেছেন বাংলাদেশের একদল চিকিৎসক। ৮ দিনের এই সফরে আফগান শিশুদের জন্মগত রোগ ক্লেফ্ট লিপ ও ক্লেফ্ট প্যালেটে’র সার্জারি করবেন তারা। চিকিৎসক দলটির নেতৃত্ব রয়েছেন বাংলাদেশের দাতব্য সংস্থা আল মারকাজুল ইসলামী’র (এএমআই) প্রধান হামজা শহিদুল ইসলাম। আফগানিস্তানের রেড ক্রিসেন্ট সোসাইটির আমন্ত্রণে কাবুলে এসেছে চিকিৎসক দলটি।

রবিবার (১৮ মে) কাবুলে অবস্থিত আফগান রেড ক্রিসেন্ট সোসাইটির কেন্দ্রীয় হাসপাতালে বিনামূল্যে চিকিৎসা ও অস্ত্রোপাচার কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে শহিদুল ইসলাম বলেন, “ভবিষ্যতে, ইনশাআল্লাহ, আমরা আরও একটি ক্যাম্প স্থাপন করার পরিকল্পনা করছি যেখানে এক হাজার রোগীকে চিকিৎসা দেওয়া হবে, এবং আমরা আফগান রেড ক্রিসেন্ট সোসাইটির সহযোগিতায় হৃদরোগের সার্জারিও করার ইচ্ছা পোষণ করছি।”

আফগান রেড ক্রিসেন্ট সোসাইটির মুখপাত্র মুদাসসির হামরাজ বলেন, “তাদের লক্ষ্য হচ্ছে ১২০ জন রোগীর অপারেশন করা, এবং তারা প্রতিদিন ১০ থেকে ১৩ জন রোগীর সার্জারি করার লক্ষ্যে কাজ করছেন।”

উল্লেখ্য, এই চিকিৎসক দলটি গত বছরেও চিকিৎসার উদ্দেশ্যে আফগানিস্তান সফর করেছিলেন। সেই সফরে ক্লেফ্ট সমস্যা নিয়ে ভোগা ৮৫ জন শিশুর সফলভাবে অস্ত্রোপচার করেন তারা।

সূত্র: তোলো নিউজ

সর্বশেষ

spot_img
spot_img
spot_img