মঙ্গলবার, মে ২০, ২০২৫

ইসরাইল কর্তৃক অব্যাহত সাংবাদিক হত্যার নিন্দা জানিয়েছে হামাস

spot_imgspot_img

গাজ্জা গণহত্যা পরিচালনাকারী ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইল কর্তৃক সাংবাদিক হত্যা অব্যাহত থাকায় নিন্দা জানিয়েছে হামাস।

সোমবার (১৯ মে) মিডল ইস্ট মনিটরের খবরে একথা জানানো হয়।

খবরে বলা হয়, ইসরাইলের রবিবারের হামলায় ৫ সাংবাদিক নিহতের ঘটনায় নিন্দা জানিয়েছে ফিলিস্তিন স্বাধীনতাকামী ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস।

এক বিবৃতিতে দলটির পক্ষ থেকে নিন্দা জানিয়ে বলা হয়, সাংবাদিকেরা আন্তর্জাতিক আইনের অধীনে সুরক্ষিত থাকলেও তাদের উপর হামলা অব্যাহত রেখেছে ইসরাইল। এটি তাদের ফ্যাসিবাদী সরকারের পক্ষ থেকে বিশ্বকে অবজ্ঞার বার্তা।

গাজ্জা স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়, রবিবার ভোরে অবরুদ্ধ গাজ্জার বিভিন্ন এলাকায় বাস্তুচ্যুত ব্যক্তিদের বাড়িঘর এবং তাঁবু লক্ষ্য করে বর্বরোচিত বিমান হামলা চালিয়েছে ইসরাইল। এতে ১ মহিলা সহ ৫ জন সাংবাদিক শাহাদাত বরণ করে।

এছাড়া গাজ্জায় সাংবাদিক হত্যা ও ফিলিস্তিনি গণহত্যা থামাতে বিশ্বের অসারতারও তীব্র সমালোচনা ও নিন্দা করা হয়।

সর্বশেষ

spot_img
spot_img
spot_img