বৃহস্পতিবার | ৪ ডিসেম্বর | ২০২৫

প্যারামেডিক হত্যাযজ্ঞের প্রত্যক্ষদর্শী ১২ বছরের বালককে হত্যা করেছে ইসরাইল

প্যারামেডিক হত্যাযজ্ঞের প্রত্যক্ষদর্শী ১২ বছরের বালককে হত্যা করেছে গাজ্জায় গণহত্যা পরিচালনাকারী ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইল।

সোমবার (১৯ মে) মিডল ইস্ট আইয়ের খবরে একথা জানানো হয়।

খবরে বলা হয়, দক্ষিণ গাজ্জার প্যারামেডিক হত্যাযজ্ঞ স্বচক্ষে প্রত্যক্ষ করা একমাত্র বালক মুহাম্মদ সাঈদ আল বারদাউইল (১২) কে গুলি করে হত্যা করেছে ইসরাইলের নৌ-বাহিনীর সদস্যরা।

বারদাউইলের বাবা জানান,গত ১০ মে তিনি তার ছেলেকে নিয়ে সমুদ্র উপকূলে মাছ ধরতে গেলে সমুদ্রে থাকা অবৈধ রাষ্ট্রটির নৌ-সেনারা তার ছেলেকে ইচ্ছাকৃতভাবে গুলি করে হত্যা করে। পশ্চিম রাফাহ-য় ধর্মঘট পালনের অপরাধে গত ২৩ মার্চ ইসরাইল যে ১৫ জন প্যারামেডিক ও সিভিল ডিফেন্স কর্মীকে সারিবদ্ধভাবে নির্মমভাবে হত্যা করেছিলো, সে ছিলো এর একমাত্র প্রত্যক্ষদর্শী।

এই ঘটনা ফিলিস্তিনিদের মাঝে গভীর শোক ও ক্ষোভ সৃষ্টি করেছে।

রাফাহ-য় প্যারামেডিক কর্মীদের উপর চালানো হামলাটি আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলোর তীব্র নিন্দার মুখে পড়েছে। ইন্টারন্যাশনাল ফেডারেশন অফ রেড ক্রস এবং রেড ক্রিসেন্ট সোসাইটি এটিকে গত এক দশকের মধ্যে তাদের কর্মীদের উপর সবচেয়ে প্রাণঘাতী হামলা হিসেবে অভিহিত করেছে। প্যালেস্টাইন রেড ক্রিসেন্ট সোসাইটি এই হামলাকে যুদ্ধাপরাধ হিসেবে চিহ্নিত করেছে।

এই ঘটনা ইসরাইলী বাহিনীর বিরুদ্ধে শিশুদের উপর সহিংসতা চালানোর অভিযোগকে আরও জোরদার করেছে। মানবাধিকার সংস্থাগুলো ইসরাইলের বিরুদ্ধে শিশুদের হত্যা, আটক, নির্যাতন এবং খাদ্য ও চিকিৎসা সহায়তা থেকে বঞ্চিত করার অভিযোগ তুলেছে।

আন্তর্জাতিক সম্প্রদায়ের পক্ষ থেকে এই ধরণের হামলার নিন্দা জানানো হয়েছে এবং দায়ীদের জবাবদিহির আওতায় আনার আহ্বান জানানো হয়েছে।

spot_img

সর্বশেষ

spot_img

এই বিভাগের

spot_img