ইমারাতে ইসলামীয়া আফগানিস্তানের রাজধানী কাবুলে পুনরায় অফিস চালু করেছে বিশ্ব ব্যাংক। দেশটির অর্থ মন্ত্রণালয়ের সাথে একটি বৈঠকের পর এই পদক্ষেপ নেওয়া হয়েছে। সেই সঙ্গে আফগানিস্তানের কোম্পানিগুলোর পাওনা অর্থ খুব দ্রুত পরিশোধেরও আশ্বাস দিয়েছে বিশ্ব ব্যাংক।
সোমবার (১৯ মে) আফগানিস্তানের অর্থ মন্ত্রণালয়ের মুখপাত্র আহমেদ ওয়ালি হাকমল বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, বিশ্বব্যাংকের দ্বারা যাচাইকৃত পরিসংখ্যান অনুযায়ী, প্রতিষ্ঠানটি আফগানিস্তানে লজিস্টিকস ও নির্মাণ কোম্পানিগুলোর প্রতি আনুমানিক ৫০ মিলিয়ন ডলার ঋণী। এই নিশ্চিতকৃত দেনাগুলো অর্থ মন্ত্রণালয়ের মাধ্যমে চার ধাপে সংশ্লিষ্ট কোম্পানিগুলোকে পরিশোধ করা হবে।”
বিশ্বব্যাংকের ঋণ পরিশোধের সূচনা দেশটিতে উন্নয়ন প্রকল্প পুনরায় শুরু, কর্মসংস্থান সৃষ্টি এবং অর্থনৈতিক প্রবৃদ্ধির পথ প্রশস্ত করতে পারে।
কিছু বিশেষজ্ঞ বলেছেন, অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানগুলোকেও ইসলামী আমিরাত কর্তৃক উৎসাহিত করা উচিত যাতে তারা আফগানিস্তানে তাদের কার্যক্রম পুনরায় শুরু করে।
অর্থনৈতিক বিশ্লেষক মির শাকিইর ইয়াকুবি বলেন, “বর্তমান পরিস্থিতিতে, ইসলামী আমিরাতের জন্য একান্ত প্রয়োজনীয় হয়ে পড়েছে যাতে তারা প্রতিটি সম্ভাব্য উপায় ব্যবহার করে বড় আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলোকে তাদের প্রকল্পগুলো আফগানিস্তানে পুনরায় চালু করতে রাজি করাতে পারে, কারণ দেশের অর্থনৈতিক অবস্থা, সামগ্রিক পরিস্থিতি এবং বাণিজ্যিক চাহিদা এই অফিসগুলোর দেশের ভেতরে সক্রিয় থাকা আবশ্যক করে তুলেছে।”
২০২১ সালের আগস্টে রাজনৈতিক পরিবর্তনের পর, অনেক আন্তর্জাতিক সংস্থা, যার মধ্যে বিশ্বব্যাংকও রয়েছে, আফগানিস্তানে তাদের আর্থিক কার্যক্রম ও উন্নয়ন প্রকল্প স্থগিত করে।
সূত্র: তোলো নিউজ