বৃহস্পতিবার, মে ২২, ২০২৫

হত্যা মামলায় মানিকগঞ্জ আদালতে মমতাজ; রিমান্ড চেয়েছে পু‌লিশ

spot_imgspot_img

হত্যাসহ একাধিক দুর্নীতি মামলায় নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক এমপি মমতাজ বেগমকে মানিকগঞ্জের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হা‌জির করা হয়েছে।

বৃহস্পতিবার (২২ মে) সকাল সাড়ে ৮টার দিকে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে পুলিশের প্রিজনভ্যানে ক‌রে তাকে আদালতের আনা হয়।

আদালতের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের জানান, ২০১৩ সালে সিঙ্গাইর উপজেলার গোবিন্দল এলাকায় হরতালের সমর্থনে মিছিলে পুলিশের গুলিতে চারজন নিহত হন। এ ঘটনায় মমতাজ বেগমকে প্রধান আসামি করে গত ২৫ অক্টোবর উপজেলার গোবিন্দল গ্রামের মো. মজনু মোল্লা বাদী হয়ে সিঙ্গাইর থানায় একটি হত্যা মামলা করেন।

এ ছাড়া, তার নির্বাচনি এলাকা হরিরামপুর থানায় হামলা, মারধর ও ভাঙচুরের অভিযোগে আরেকটি মামলা রয়েছে।

সর্বশেষ

spot_img
spot_img
spot_img