শনিবার, মে ২৪, ২০২৫

দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে আমরা ঐক্যবদ্ধ: শিবির সভাপতি

spot_imgspot_img

দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে ঐক্যবদ্ধ উল্লেখ করে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দীয় সভাপতি জাহিদুল ইসলাম বলেছেন, সবার মনে রাখা দরকার, প্রকৃতি তার নিজস্ব গতির আলোকেই চলে। যারাই বাড়াবাড়ি করবে, প্রকৃতি প্রতিশোধ নিতে কখনো ভুল করে না।

বৃহস্পতিবার (২২ মে) নিজের ভেরিফায়েড ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এমন মন্তব্য করেন।

পোস্টে তিনি লেখেন, ‘৩৬ জুলাই’ বৃহৎ শক্তি ও স্পিরিটের নাম। কোনো ব্যক্তি বা গোষ্ঠীর শিশুসুলভ অপরিপক্ব আচরণের কারণে জুলাই হারিয়ে যেতে পারে না।

শহীদ-গাজীদের প্রতি আমাদের দায় আছে। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা এবং ফ্যাসিবাদ প্রশ্নে আমরা এক ও অভিন্ন।

তিনি আরও লেখেন, সকলের মনে রাখা দরকার- প্রকৃতি তার নিজস্ব গতির আলোকেই চলে। যারাই বাড়াবাড়ি করবে, প্রকৃতি প্রতিশোধ নিতে কখনো ভুল করে না।

সর্বশেষ

spot_img
spot_img
spot_img