রবিবার, মে ২৫, ২০২৫

ভারতের পাতানো ফাঁদে পা দেওয়া যাবে না: মাওলানা ইমতিয়াজ

spot_imgspot_img

ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম-মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি মাওলানা ইমতিয়াজ আলম বলেছেন, জুলাই অভ্যুত্থানকে ধারণ করে এমন সকলকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে। পরস্পর কাঁদা ছোড়াছুড়ি বন্ধ করতে হবে। ফ্যাসিবাদবিরোধী সকল শক্তিকে ঐক্যবদ্ধ থাকতে হবে। ভারতের দেয়া কোনো প্রেসক্রিপশন দিয়ে বাংলাদেশ পরিচালনার চিন্তা দূর করতে হবে। ভারতের পাতানো ফাঁদে পা দেওয়া যাবে না। ভারতের গোলামি করে যারা বাংলাদেশে ক্ষমতায় আসতে মরিয়া হয়ে ওঠেছেন তাদের ব্যাপারে জনগণ সিদ্ধান্ত নিতে ভুল করবে না।

শনিবার (২৪ মে) দুপুরে আইএবি মিলনায়তনে ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণ আয়োজিত নিয়মিত মাসিক সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মাওলানা ইমতিয়াজ বলেন, দেশকে নতুন করে মাফিয়াতন্ত্রের দিকে ঠেলে দেবেন না। অন্তর্বর্তী সরকারকে কাজ করতে দিন। সরকারের ওপর চাপপ্রয়োগ করে বিব্রতকর পরিস্থিতির সৃষ্টি করবেন না। এ সরকার ব্যর্থ হলে জুলাই অভ্যুত্থান ব্যহত হবে। জুলাই অভ্যুত্থান ব্যর্থ হলে বাংলাদেশ ব্যর্থ হবে। এটি আমরা হতে দিতে পারি না। সবার আগে দেশ বাঁচাতে হবে। দেশ নিয়ে সবাইকে সম্মিলিতভাবে ভাবতে হবে।

সর্বশেষ

spot_img
spot_img
spot_img