দেশের প্রথম ইসলামী ধারার অনলাইন পত্রিকা ‘ইনসাফ’-এর প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৪ মে) রাজধানীর নয়া পল্টনে অবস্থিত ইনসাফের প্রধান কার্যালয়ে এই প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়। সভায় পত্রিকার মালিকানা ও প্রকাশনার দায়িত্ব হস্তান্তরের পাশাপাশি গুরুত্বপূর্ণ কয়েকটি পদে পদোন্নতি ও নতুন নিয়োগের ঘোষণা দেওয়া হয়।
প্রতিনিধি সভায় ইনসাফের প্রতিষ্ঠাতা ও সম্পাদক সাইয়েদ মাহফুজ খন্দকার ‘স্ট্যান্ড ফর ইনসাফ’ ট্রাস্ট-এর কাছে পত্রিকার মালিকানা ও প্রকাশনার পূর্ণ দায়িত্ব তুলে দেন। ট্রাস্টের পক্ষ থেকে মুহাম্মাদ আরিফ মুসতাহসান নতুন প্রকাশক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।
সভায় ইনসাফের বিভিন্ন বিভাগে নতুন নিয়োগ ও রদবদলের ঘোষণা দেওয়া হয়। সম্পাদক, প্রকাশকসহ মোট ১৫ জনের পদ ও দায়িত্ব পুনঃনির্ধারণ করা হয়।
| ক্র | নাম | পদ | দায়িত্ব গ্রহণ |
|---|---|---|---|
| ১ | সাইয়েদ মাহফুজ খন্দকার | সম্পাদক | ৫ মে ২০১৪ |
| ২ | মুহাম্মাদ আরিফ মুসতাহসান | প্রকাশক | ২৪ মে ২০২৫ |
| ৩ | মারজান হুসাইন চৌধুরী | নির্বাহী সম্পাদক | ২৭ জুলাই ২০১৮ |
| ৪ | রায়হানুল কাবীর | সহ সম্পাদক | ২৪ মে ২০২৫ |
| ৫ | ফয়জুল গনি জাহেদ | উপ-ব্যবস্থাপনা সম্পাদক | ২৪ মে ২০২৫ |
| ৬ | তৌফিক আল ফারিস | নিউজরুম এডিটর (ভারপ্রাপ্ত বার্তা সম্পাদক) | ১৭ মার্চ ২০২৫ |
| ৭ | নাহিয়ান হাসান মাহির | জ্যেষ্ঠ অনুবাদক | জুন ২০২৪ |
| ৮ | মাহবুব রাস্তীন | সহকারী নিউজরুম এডিটর | ২৪ মে ২০২৫ |
| ৯ | আবু হোরায়রা আয-যাহরান | সহকারী নিউজরুম এডিটর | ২৪ মে ২০২৫ |
| ১০ | সাজিদ আহসান | অনুবাদক | ২৪ মে ২০২৫ |
| ১১ | যিকরুল্লাহ সিরাজী | ফিচার উপস্থাপক | ২৪ মে ২০২৫ |
| ১২ | নাদিম আশরাফ | রিপোর্টার | ২৪ মে ২০২৫ |
| ১৩ | নাঈম রিশান খান | রিপোর্টার | ২৪ মে ২০২৫ |
| ১৪ | সাঈদ ইবনে আজাদ | ভিডিও এডিটর | ১৭ মার্চ ২০২৫ |
| ১৫ | মাহবুবুল মান্নান | চট্টগ্রাম প্রতিনিধি | ৮ জুন ২০২৪ |









