নিজস্ব প্রযুক্তির ৫ম প্রজন্মের যুদ্ধবিমান তৈরির পরীক্ষামূলক প্রকল্প হাতে নিয়েছে ভারত।
বুধবার (২৮ মে) আল জাজিরার খবরে একথা জানানো হয়।
খবরে বলা হয়, ৫ম প্রজন্মের উন্নত যুদ্ধবিমান তৈরির পরীক্ষামূলক মডেল (প্রোটোটাইপ) উন্নয়নের প্রকল্প শুরু করতে যাচ্ছে ভারত।
দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে জানানো হয়, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এএমসিএ (AMCA) নামক ৫ম প্রজন্মের যুদ্ধবিমানের পরীক্ষামূলক মডেলের অনুমোদন দিয়েছেন, যা ভারতের প্রথম স্টেলথ প্রযুক্তিসম্পন্ন যুদ্ধবিমান হিসেবে বিবেচিত হবে।
বিবৃতিতে আরো জানানো হয়, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন এরোনটিকাল ডেভেলপমেন্ট এজেন্সি (ADA) শিল্প-সহযোগিতার মাধ্যমে এই প্রকল্প বাস্তবায়নের দ্বারপ্রান্তে রয়েছে। এটি বিমান খাতে ভারতের স্বনির্ভরতার দিকে এগিয়ে যাওয়ার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, এই পদক্ষেপ এমন এক সময়ে নেওয়া হয়েছে যখন চীনের পক্ষ থেকে পাকিস্তানকে স্টেলথ যুদ্ধবিমান সরবরাহে গতি এসেছে মর্মে বিভিন্ন প্রতিবেদন সামনে আসছে, যা ভারতের বিরুদ্ধে সম্ভাব্য সামরিক সংঘর্ষে পাকিস্তানের অস্ত্রভাণ্ডারকে শক্তিশালী করবে।
এছাড়াও জানানো হয় যে “এএমসিএ” হবে ভারতের প্রথম নিজস্বভাবে উৎপাদিত স্টেলথ যুদ্ধবিমান।
স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট (SIPRI) এর অনুসারে, ভারত বিশ্বের অন্যতম বৃহৎ অস্ত্র আমদানিকারক দেশ। ২০১৯ থেকে ২০২৩ সালের মধ্যে বিশ্বের মোট অস্ত্র আমদানির প্রায় ১০ শতাংশ তাদের দখলে।
সম্প্রতি ৭ থেকে ১০ মে পর্যন্ত ভারতের সঙ্গে পাকিস্তানের সামরিক সংঘর্ষে দুই দেশের শতাধিক যুদ্ধবিমান এক ঘণ্টারও বেশি সময় ধরে মুখোমুখি সংঘর্ষে লিপ্ত ছিলো। চীনে তৈরি পাক যুদ্ধবিমানগুলো ভারতের ৬টি বিমান ভূপাতিত করেছে, যার মধ্যে ফ্রান্সের তৈরি ৩টি রাফায়েল যুদ্ধবিমানও রয়েছে।









