বুধবার | ৩ ডিসেম্বর | ২০২৫

সীমান্ত নিরাপত্তা জোরদারে আফগান সরকারের উচ্চপর্যায়ের বৈঠক

আফগানিস্তানে সীমান্ত নিরাপত্তা এবং দেশের সামগ্রিক নিরাপত্তাব্যবস্থা নিয়ে তালেবানের নেতৃত্বাধীন আফগান সরকার সক্রিয় পদক্ষেপ নিচ্ছে।

বুধবার (২৮ মে) কাবুলে ইমারাতে ইসলামিয়ার প্রতিরক্ষামন্ত্রী এবং নিরাপত্তা ও পরিশোধন কমিশনের প্রধান মাওলানা মুহাম্মাদ ইয়াকুব মুজাহিদের সভাপতিত্বে একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়।

সরকারি বিবৃতি অনুযায়ী, বৈঠকে আফগানিস্তানের “আনুষ্ঠানিক সীমান্তরেখা” এবং দেশের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। নিরাপত্তা ও পরিশোধন কমিশনের সদস্যরা সীমান্ত এলাকায় নিয়ন্ত্রণ আরও জোরদার করার, সীমান্ত লঙ্ঘনকারীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ এবং সীমান্ত অঞ্চলে পারস্পরিক সমন্বয় ব্যবস্থাকে উন্নত করার ওপর গুরুত্বারোপ করেন।

বৈঠকে আফগানিস্তানের বর্তমান নিরাপত্তা পরিস্থিতিকে “আশাব্যঞ্জক” বলে উল্লেখ করা হয়, তবে বৈঠকের অন্য বিস্তারিত বিষয়াদি গণমাধ্যমে প্রকাশ করা হয়নি।

নিরাপত্তা ও পরিশোধন কমিশনটি তালেবান সরকারের অধীনে একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান, যা দেশের নিরাপত্তাব্যবস্থা, সীমান্ত পর্যবেক্ষণ এবং অভ্যন্তরীণ স্থিতিশীলতা বজায় রাখার দায়িত্বে রয়েছে। এই কমিশনে প্রতিরক্ষা মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, গোয়েন্দা সংস্থা এবং সীমান্ত রক্ষাকারী বাহিনীর শীর্ষ কর্মকর্তারা অন্তর্ভুক্ত থাকেন। তারা নিয়মিত বৈঠকের মাধ্যমে নিরাপত্তা পরিস্থিতি মূল্যায়ন ও প্রয়োজনীয় নির্দেশনা দিয়ে থাকেন।

সূত্র : আফগানিস্তান ইন্টারন্যাশনাল ও হুরিয়াত রেডিও

spot_img

সর্বশেষ

spot_img

এই বিভাগের

spot_img