বৃহস্পতিবার | ১৮ সেপ্টেম্বর | ২০২৫

পবিত্র কুরআন ও ধর্ম অবমাননার অভিযোগ; নাদিরা ইয়াসমিনকে টাঙ্গাইলেও অবাঞ্ছিত ঘোষণা করেছে শিক্ষার্থীরা

ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে বিতর্কিত শিক্ষক নাদিরা ইয়াসমিনকে টাঙ্গাইলের সরকারি সা’দত কলেজে বদলির প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে শিক্ষার্থীরা।

সোমবার (২ জুন) কলেজের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সময় শিক্ষার্থীরা নাদিরা ইয়াসমিনকে তাদের কলেজে যোগদান করতে না দেওয়ার ঘোষণা দেন।

শিক্ষার্থীরা বলেন, নাদিরা ইয়াসমিন ইসলাম ধর্ম, মহানবী হযরত মুহাম্মদ (সা.) ও উম্মুল মুমিনীন হযরত আয়েশা (রা.)-কে নিয়ে অবমাননাকর বক্তব্য দিয়েছেন। এছাড়া কুরআনের উত্তরাধিকার আইন নিয়েও বিভ্রান্তিকর মন্তব্য করেছেন। ফলে তার উপস্থিতি কলেজের ধর্মীয় পরিবেশ ও শিক্ষার্থীদের মানসিক বিকাশে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। আমরা কোনোভাবেই এমন বিতর্কিত শিক্ষককে আমাদের কলেজে স্থান দেব না।

পরে কলেজের অধ্যক্ষ মনিরুজ্জামান মিয়ার বরাবর দুই দফা দাবিতে শিক্ষার্থীরা স্মারকলিপি প্রদান করেন।

এর আগে, গত ২৫ মে ধর্ম অবমাননার অভিযোগের পর তাকে নরসিংদী সরকারি কলেজ থেকে ওএসডি করে সাতক্ষীরা সরকারি কলেজে সংযুক্ত করা হয়েছিল। কিন্তু সেই সিদ্ধান্ত কার্যকর হওয়ার আগেই রোববার (১ জুন) নতুন আদেশে তাকে ফের বদলি করে টাঙ্গাইলের সা’দত সরকারি কলেজে সংযুক্ত করার ঘোষণা করে শিক্ষা মন্ত্রণালয়।

spot_img
spot_img

এই বিভাগের

spot_img