ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের বিরুদ্ধে ইরান এখনো খুব বেশি প্রতিশোধমূলক কিছু করেনি বলে মন্তব্য করেছেন ন্যাশনাল ইরানিয়ান আমেরিকান কাউন্সিলের প্রধান জামাল আবদি।
তিনি বলেন, ইরান এখন পর্যন্ত আমেরিকার ঘাঁটি বা সেনাদের ওপর কোনো হামলা চালায়নি। এটা প্রমাণ করে যে ইরান এখনো সংযম দেখাচ্ছে।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরাকে তিনি এ কথা বলেন।
জামাল আবদি বলেন, ইরান এখন পর্যন্ত হরমুজ প্রণালীও বন্ধ করেনি। আবার ইরান এখনো বলেনি যে তারা পরমাণু নিরস্ত্রীকরণ চুক্তি থেকে বেরিয়ে যাচ্ছে বা সব পরিদর্শকদের বের করে দিচ্ছে। তারা এসব সিদ্ধান্তে সহযোগিতা কমিয়েছে ঠিকই, কিন্তু এখনও পুরোপুরি তা বন্ধ করেনি। ভবিষ্যতে যেন সমাধানের রাস্তা খোলা থাকে সে চেষ্টাই করছে ইরান।
তিনি আরও বলেন, এই সংযম কতদিন থাকবে তা বলা মুশকিল। অনেকে ভাবছে, যদি ইসরায়েল ইরানের পরমাণু স্থাপনায় হামলা করে, তাহলে ইরান হয়তো শেষ পর্যন্ত পরমাণু বোমা বানানোর সিদ্ধান্ত নিয়ে ফেলবে, যা তারা গত ৩০ বছরেও করেনি।











