শনিবার | ২০ ডিসেম্বর | ২০২৫

ইরানের ওপর আমেরিকার আগ্রাসী হামলা; শান্তি আলোচনার জন্য ইরানকেই আহ্বান জানালো ব্রিটেন

ইরানের ওপর আমেরিকার আগ্রাসী হামলার পর ইরানকে পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনার টেবিলে ফিরে আসার আহ্বান জানিয়েছেন ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। ইরানের পারমাণবিক স্থাপনায় মার্কিন হামলার পর তিনি এ আহ্বান জানালেন।

লন্ডন থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

স্টারমার এক্স-এ এক বার্তায় বলেন, ইরানকে কখনই পারমাণবিক অস্ত্র তৈরি করতে দেয়া যাবে না এবং আমেরিকা সেই হুমকি দূর করার জন্য পদক্ষেপ নিয়েছে।

ব্রিটিশ প্রধানমন্ত্রী বলেন, ‘এই অঞ্চলে স্থিতিশীলতা প্রয়োজন। আমরা ইরানকে আলোচনার টেবিলে ফিরে আসার এবং এই সংকটের অবসান ঘটাতে একটি কূটনৈতিক সমাধানে পৌঁছানোর আহ্বান জানাচ্ছি।’

spot_img
spot_img

সর্বশেষ

spot_img

এই বিভাগের

spot_img